খাসি ও গারো ভাষায় লেখা এই গানে সুরারোপ করেছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী ছেম সাইরাস ও জামান। গানের শব্দে, সুরের লহমায় মেঘালয়ের মানুষের পাশে থাকার বার্তা দিয়েছে তৃণমূল। এই গানের আত্মপ্রকাশ হয়ে গেল বুধবার।
থিম সঙের নাম দেওয়া হয়েছে Hoi Kiw Haka...খাসি ভাষায় যার অর্থ সঙ্গে, সকলের পাশে। আপাতত, মেঘালয়ের সর্বত্র এই গান বাজানো হবে বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
advertisement
আরও পড়ুন: স্বপ্নের মতো শহরের আয়ু আর মাত্র কটা দিন! ধ্বংসের পিছনে কারণ জানলে অবাক হবেন
২০২১ সালে বাংলার বিধানসভা নির্বাচনে বাংলায় ব্যাপক প্রচারিত হয়েছিল দেবাংশুর 'গান খেলা হবে' ৷ প্রতিটি তৃণমূল কার্যালয়ে প্রায় নিয়ম করে বাজানো হতো এই গান। সেই সময়ে সাড়া দেশেই ছড়িয়ে পড়ে সেই গান।
মেঘালয়ের স্থানীয় এক তৃণমূল নেতা জানান, পশ্চিমবঙ্গের মতো এখানকার মানুষকেও গানের মাধ্যমে কাছে টানতে চাইছে তৃণমূল। তাই থিম গানের জন্য আঞ্চলিক ভাষাকে বেছে নেওয়া হয়েছে। এই গান মানুষের ভাললাগবে বলে আশাপ্রকাশ করেছেন ওই মেঘালয়ের তৃণমূল নেতা।
আরও পড়ুন - চার কিশোর-কিশোরী চোখে স্বপ্ন নিয়ে জাতীয় মঞ্চে তলোয়ার হাতে, সাব জুনিয়র ন্যাশানালে বড় পরীক্ষা
এখনও মেঘালয়ের ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি৷ তার আগেই রাজ্যের ৫২ আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল৷ অঙ্কের হিসাবে মেঘালয়ে তৃণমূল এখন প্রধান বিরোধী দল। তাই আগামী নির্বাচনে মেঘালয়ে ক্ষমতা দখল করতে কোনও কসুর করতে চায় না ঘাসফুল শিবির। গত ডিসেম্বরে মেঘালয় সফর সেরে গিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই সফরকালে তাঁর সঙ্গী ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকও।