চার কিশোর-কিশোরী চোখে স্বপ্ন নিয়ে জাতীয় মঞ্চে তলোয়ার হাতে, সাব জুনিয়র ন্যাশানালে বড় পরীক্ষা

Last Updated:
সামনে অনেক পথ পেরোনোর আছে, ফেনসিংয়ে নিজেদের মন প্রাণ ঢেলে দেওয়া কিশোর-কিশোরীরা এখন বুঁদ নিজেদের প্রথম পদক্ষেপে পারফর্ম করার অপেক্ষায়৷
1/4
#কলকাতা: ১০ জানুয়ারি থেকে কোচিতে শুরু হয়েছে ২৪ তম সাব জুনিয়র ন্যাশানাল ফেনসিং চ্যাম্পিয়নশিপ৷ ১৩ তারিখ অবধি চলবে এই টুর্নামেন্ট৷ রাজীব গান্ধি ইন্ডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতায় উত্তর ২৪ পরগণার  থেকে সুযোগ পেয়েছেন চার প্রতিযোগী৷
#কলকাতা: ১০ জানুয়ারি থেকে কোচিতে শুরু হয়েছে ২৪ তম সাব জুনিয়র ন্যাশানাল ফেনসিং চ্যাম্পিয়নশিপ৷ ১৩ তারিখ অবধি চলবে এই টুর্নামেন্ট৷ রাজীব গান্ধি ইন্ডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতায় উত্তর ২৪ পরগণার  থেকে সুযোগ পেয়েছেন চার প্রতিযোগী৷
advertisement
2/4
উত্তর ২৪ পরগণার অ্যাডভান্স স্পোর্টস অ্যান্ড  ট্রেনিং অ্যাকাডেমির থেকে সুযোগ পাওয়া চার ছাত্র-ছাত্রীই এত বড় মঞ্চে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত৷ নিজের সেরাটা দিয়ে আশার মন্ত্র নিয়েই কোচি পৌঁছেছে অরিঞ্জিতা দে, প্রাপ্তি দাস, সুস্মিতা দত্ত এবং একাদশ দাস৷
উত্তর ২৪ পরগণার অ্যাডভান্স স্পোর্টস অ্যান্ড  ট্রেনিং অ্যাকাডেমির থেকে সুযোগ পাওয়া চার ছাত্র-ছাত্রীই এত বড় মঞ্চে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত৷ নিজের সেরাটা দিয়ে আশার মন্ত্র নিয়েই কোচি পৌঁছেছে অরিঞ্জিতা দে, প্রাপ্তি দাস, সুস্মিতা দত্ত এবং একাদশ দাস৷
advertisement
3/4
প্রশিক্ষকরাও নিজেদের ছাত্র-ছাত্রীদের নিয়ে আশাবাদী৷ দিবাকর দাস, নীলাব্জ দাস,  বিশাল রাও-র প্রশিক্ষণে জাতীয় ফেন্সিংয়ের সাব জুনিয়র স্তরে নিজেদের স্কিল মেলে ধরার সুযোগকে দারুণ এক পদক্ষেপ মনে করছেন ছাত্র-ছাত্রীরা৷ কারণ বড় মঞ্চে দেশের সেরাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার সুযোগও তো মেলে কঠিন লড়াইয়ে সাফল্যের পরেই৷
প্রশিক্ষকরাও নিজেদের ছাত্র-ছাত্রীদের নিয়ে আশাবাদী৷ দিবাকর দাস, নীলাব্জ দাস,  বিশাল রাও-র প্রশিক্ষণে জাতীয় ফেন্সিংয়ের সাব জুনিয়র স্তরে নিজেদের স্কিল মেলে ধরার সুযোগকে দারুণ এক পদক্ষেপ মনে করছেন ছাত্র-ছাত্রীরা৷ কারণ বড় মঞ্চে দেশের সেরাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার সুযোগও তো মেলে কঠিন লড়াইয়ে সাফল্যের পরেই৷
advertisement
4/4
সামনে অনেক পথ পেরোনোর আছে, ফেনসিংয়ে নিজেদের মন প্রাণ ঢেলে দেওয়া কিশোর-কিশোরীরা এখন বুঁদ নিজেদের প্রথম পদক্ষেপে পারফর্ম করার অপেক্ষায়৷
সামনে অনেক পথ পেরোনোর আছে, ফেনসিংয়ে নিজেদের মন প্রাণ ঢেলে দেওয়া কিশোর-কিশোরীরা এখন বুঁদ নিজেদের প্রথম পদক্ষেপে পারফর্ম করার অপেক্ষায়৷
advertisement
advertisement
advertisement