১। দেশজুড়ে পালিত ৭১তম প্রজাতন্ত্র দিবস, দিল্লির রাজপথে কুচকাওয়াজ
৭১তম প্রজাতন্ত্র দিবস। দিল্লির রাজপথে বর্ণাঢ্য কুচকাওয়াজ। উপস্থিত রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ বিশিষ্টরা। প্রধান অতিথি ব্রাজিলের প্রেসিডেন্ট। প্রথমবার প্রদর্শিত চিনুক-অ্যাপাচে হেলিকপ্টার। থাকবে রাষ্ট্রপতির ভাষণ, সেনার ক্ষমতার প্রদর্শনী, প্যারেড, জাতীয় পতাকা উত্তোলন, ঐতিহ্যময় কিছু অনুষ্ঠান, সাহসিকতার জন্য পুরস্কার প্রদান। বিস্তারিত পড়তে ক্লিক করুন
advertisement
২। প্রজাতন্ত্র দিবসে কলকাতার রেডরোডে প্যারেড
প্রজাতন্ত্র দিবসে কলকাতার রেডরোডে প্যারেড। উপস্থিত মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যরা। প্যারেডে কন্যাশ্রী, খাদ্যসাথী-সহ বর্ণাঢ্য ট্যাবলো। প্রজাতন্ত্র দিবসে সংবিধান রক্ষা করার কথা বলে ট্যুইট করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আগেই তিনি ট্যুইটের মাধ্যমে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান৷ বিস্তারিত পড়তে ক্লিক করুন
৩। পরপর ৪টি বিস্ফোরণে কেঁপে উঠল অসম
প্রজাতন্ত্র দিবসে অসমে বিস্ফোরণ৷ পরপর ৪টি বিস্ফোরণ হয় অসমে৷ সোনারি, দুলিয়াজানে বিস্ফোরণ হয়, সঙ্গে দু’টি বিস্ফোরণ হয় ডিব্রুগড়ে৷ ডিব্রুগড়ে গ্রাহামবাজারে দোকানে বিস্ফোরণ ঘটে৷ কাপুরুষের মত কাজ করেছে দুষ্কৃতীরা, বলছেন মখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল৷ এই ঘটনার তিনি তীব্র নিন্দা করেছেন৷ বিস্তারিত পড়তে ক্লিক করুন
৪। Coronavirus নিয়ে ভারতেও জারি হাই-অ্যালার্ট, উচ্চ-পর্যায়ের বৈঠকে PMO
করোনা ভাইরাস নিয়ে সতর্ক ভারত। প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের বৈঠক। মুখ্যসচিবকে রিপোর্ট স্বাস্থ্য মন্ত্রকের। অসামরিক প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে কথা। সাতটি আন্তর্জাতিক বিমানবন্দরে কুড়ি হাজার যাত্রীকে স্ক্রিনিং। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর খোঁজ মেলেনি। বাছাই করা দেশ থেকে আসা যাত্রীদের ওপর নিয়মিত নজরদারি চলছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন
৫। পদ্ম সম্মান ঘোষণা, তালিকায় বাংলার চার
পদ্ম সম্মান বাংলার চারজনকে। পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তী। পদ্মশ্রী চিকিৎসক অরুণোদয় মণ্ডল, সুশোভন বন্দ্যোপাধ্যায়। পদ্মশ্রী শিক্ষক কাজি মাসুম আখতার। শিক্ষার প্রসারে ভূমিকার জন্য মুর্শিদাবাদের বাবর আলির প্রশংসায় রাষ্ট্রপতি। বিস্তারিত পড়তে ক্লিক করুন