#কলকাতা: প্রজাতন্ত্র দিবসে সংবিধান রক্ষা করার কথা বলে ট্যুইট করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আগেই তিনি ট্যুইটের মাধ্যমে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান৷ সেখানে তিনি লেখেন যে দেশের সংবিধান যে ঐক্য, সার্বভৌমত্যের কথা বলে, তাকে রক্ষা করার দায়িত্ব রয়েছে সকলের৷ দেশের একতা বজায় রাখতে এবং সংবিধানের প্রস্তাবনাকে রক্ষা করতে দেশবাসীকে শপথ নিতে আর্জি জানান তিনি৷ নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ট্যুইট অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷
On #RepublicDay, let us pledge to protect our #Constitution and uphold the principles of sovereign, socialist, secular, democratic, republic, justice, liberty, equality and fraternity, as enshrined in the Preamble
— Mamata Banerjee (@MamataOfficial) January 26, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Constitution, Mamata Banerjee, Republic Day