‘শাস্তি’ দিতে নিজের মাকে দু;বার ধর্ষণের অভিযোগ উঠল তাঁর ছেলের বিরুদ্ধে! ৩৯ বছরের ছেলে তাঁর ৬৫ বছরের মাকে দু’বার ধর্ষণের অভিযোগ উঠল।
পুলিশ সূত্রে খবর, ওই বৃদ্ধা তাঁর ২৫ বছরের মেয়েকে নিয়ে হৌজ খাস থানায় এসে অভিযোগ দায়ের করেন। সৌদি আরব থেকে একটি ধর্মীয় যাত্রা থেকে ফেরার পরেই এই নির্যাতন করা হয় বলে অভিযোগ জানান ওই মহিলা। অভিযুক্ত ছেলে, ছোট মেয়ে এবং তাঁর স্বামীর সঙ্গে দিল্লির হৌজ খাস এলাকাতেই থাকতেন ওই মহিলা।
advertisement
পুলিশ সূত্রে খবর, গত ১৭ জুলাই তাঁর স্বামী এবং ছোট মেয়েকে সৌদি আরবে ধর্মীয় যাত্রায় যান ওই মহিলায়। সেই সময়েই অভিযুক্ত ছেলে বারংবার তাঁদের ফিরে আসতে বলে। তাঁর মাকে বিবাহবিচ্ছেদের কথা বলে। তাঁর মায়ের সঙ্গে ছোটবেলায় অন্য কারোর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল বলেও অভিযোগ করে অভিযুক্ত।
১ অগাস্ট তাঁরা ফিরে এলে অভিযুক্ত তাঁর মাকে একটা ঘরে বন্দি করে মারধর করে। ভয় পেয়ে বড় মেয়ের কাছে চলে যান নির্যাতিতা ওই বৃদ্ধা। ১১ অগাস্ট রাত সাড়ে ন’টা নাগাদ অভিযুক্ত মায়ের সঙ্গে গোপনে কথা বলবে বলে তাঁর মাকে একটি ঘরে নিয়ে আসে এবং অভিযোগ সেখানেই ওই বৃদ্ধাকে ধর্ষণ করা হয়। এরপর ওই দিনই রাত সাড়ে তিনটে নাগাদ আরও একবার ওই বৃদ্ধাকে ধর্ষণ করে অভিযুক্ত।
এরপরের দিনই ছোট মেয়েকে সঙ্গে নিয়ে হৌজ কাজী পুলিশ স্টেশনে যান ওই বৃদ্ধা। জানা গিয়েছে ইতিমধ্যেই, অভিযোগ গৃহীত হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ (ধর্ষণ) ধারায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।