TRENDING:

TMC MP: সাসপেন্ডেড সাংসদদের রিলে ধরনায় নৈশভোজে মুরগির মাংস, রুমালি রুটি!

Last Updated:

TMC MP: কোন দল, প্রাতরাশ, কোন দল মধ্যাহ্নভোজ আবার কোনও দল নৈশভোজের ব্যবস্থা করছে। যেমন আজ মধ্যাহ্নভোজের ব্যবস্থা করে তৃণমূল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সংসদ ভবন চত্ত্বরে গান্ধীমূর্তির পাদদেশ। সকাল, বিকেল, রাত্রি। প্রাতঃরাশে কোনওদিন ইডলি, সম্বর, মধ্যাহ্নভোজে মুরগির মাংস, তন্দুরি বা রুমালি রুটি। সন্ধ্যায় চা পান। এভাবেই সংসদ ভবন চত্ত্বরে গান্ধীমূর্তির পাদদেশে ধরনায় সামিল হয়েছেন তৃণমূল-সহ বিরোধী দলের সাংসদরা। তিনদিনে ২৪ জন সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে রিলে অবস্থান বিক্ষোভ সামিল হয়েছেন বিরোধী সাংসদরা।
বিক্ষোভে তৃণমূল
বিক্ষোভে তৃণমূল
advertisement

শুক্রবার তাঁদের সাসপেনশন না ওঠা পর্যন্ত চলবে ধরনা। সময়ে সময়ে স্লোগান, আবার খাওয়া দাওয়া আলাপচারিতা সবই অক্ষুন্ন রেখে প্রতিবাদ চলছে। কোন দিন, কোন সময়ে কোন দলের কোন সাংসদ সাংসদ থাকবেন তা স্থির করতে একটি রোস্টার করা হয়েছে। সেই অনুযায়ী সাংসদরা হাজিরা দিচ্ছেন। কোন দল, প্রাতরাশ, কোন দল মধ্যাহ্নভোজ আবার কোনও দল নৈশভোজের ব্যবস্থা করছে। যেমন আজ মধ্যাহ্নভোজের ব্যবস্থা করে তৃণমূল।

advertisement

সোমবার কংগ্রেসের চারজন সাংসদকে লোকসভা থেকে সাসপেন্ড করা হয়। তারপর গতকাল তৃণমূলের সাতজন সহ মোট ১৯ জনকে এবং আজ আম আদমি পার্টির সঞ্জয় সিংকে সাসপেন্ড করা হয়। গতকাল মেঘালয় নিয়ে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল। মেঘালয় নিয়ে সাংবাদিক সম্মেলন চলাকালীনই তৃণমূলের সাতজনসহ মোট ১৯ জন সাংসদকে সাসপেন্ড করার খবর আসে। রাজ্যসভায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাসপেন্ড হন সাত জন তৃণমূল সাংসদ৷

advertisement

আরও পড়ুন: পরপর আসছে টাকা গোনার মেশিন, টালিগঞ্জকেও হারিয়ে দেবে অর্পিতার রথতলার ফ্ল্যাট?

এ সপ্তাহের শেষ পর্যন্ত তাঁদের উপরে সাসপেনশন বহাল থাকবে বলে জানিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান৷ তৃণমূল ছাড়াও সব বিরোধী দল মিলিয়ে রাজ্যসভার মোট ১৯ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে৷ মঙ্গলবারই কংগ্রেসের বেশ কয়েকজন লোকসভার সাংসদকে সাসপেন্ড করেছিলেন স্পিকার ওম বিড়লা৷

advertisement

আরও পড়ুন: অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাটেও বিপুল টাকা উদ্ধার: ইডি

যে তৃণমূল সাংসদদের সাসপেন্ড করা হয়েছে, তার মধ্যে রয়েছেন সুস্মিতা দেব, শান্তা ছেত্রী, শান্তনু সেন, দোলা সেন, নাদিমুল হক, মৌসম নূর এবং আবির রঞ্জন বিশ্বাস৷ এ দিন মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার দাবি তুলে রাজ্য সভায় সরব হন তৃণমূল সহ বেশ কয়েকটি বিরোধী দলের সাংসদরা৷ ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তাঁরা৷ সংসদের কাজে বাধা সৃষ্টির অভিযোগে তাঁদের সাসপেন্ড করেন চেয়ারম্যান৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
TMC MP: সাসপেন্ডেড সাংসদদের রিলে ধরনায় নৈশভোজে মুরগির মাংস, রুমালি রুটি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল