১৪ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রীকে প্রথম চিঠি দেন জহর সরকার। সেই চিঠির জবাব না পেয়ে ফের কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রীর থেকে ৯ টি প্রশ্নের জবাব চেয়েছেন তিনি। তাঁর প্রশ্ন, বর্তমান সংসদ ভবনটি কি ভূমিকম্পের পক্ষে সুরক্ষিত নয়? জহর সরকার আরও জানতে চেয়েছেন, নতুন সংসদ ভবনটি কি ভূমিকম্প থেকে পুরোপুরি সুরক্ষিত? চিঠিতে জহর সরকার আরও জানতে চেয়েছেন, ভূমিকম্প সুরক্ষার পঞ্চম পর্যায়ের রক্ষাকবচ রাখায় নতুন সংসদ ভবন তৈরির খরচ কি ১২ হাজার কোটি ছাড়িয়েছে? কৃষি ভবন, উদ্যোগ ভবন, শাস্ত্রী ভবন, নির্মাণ ভবন, বিজ্ঞান ভবনের মত সেন্ট্রাল ভিস্তার অন্যান্য ভবনগুলো কি ভূমিকম্পের পক্ষে সুরক্ষিত? কেন্দ্রীয় মন্ত্রীর থেকে তিনি জানতে চেয়েছেন, বায়ু ভবন, রেল ভবন, পার্লামেন্ট অ্যানেক্স ভবনে হাত দেওয়া হয়নি, এই ভবনগুলো কি ভেঙে দেওয়া হবে? সাউথ এবং নর্থ ব্লক ভূমিকম্পের পক্ষে কতটা সুরক্ষিত তাও কেন্দ্রীয় মন্ত্রীর থেকে জানতে চান তিনি। চিঠিতে জহর সরকার প্রশ্ন করেছেন, কেন নতুন সংসদ ভবনে কোনও সেন্ট্রাল হল রাখা হয়নি।
advertisement
আরও পড়ুন: কে গুরুপদ মাঝি? শুক্রবার 'বোমা' ফাটানোর প্রতিশ্রুতি শুভেন্দুর! তোলপাড় বাংলা
কেন্দ্রীয় মন্ত্রীকে তিনি জানিয়েছেন, নতুন সংসদ ভবন উদ্বোধন করার আগে তাঁর প্রশ্নের উত্তরগুলি সামনে আনা দরকার।
তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে লেখা চিঠিতে অভিযোগ করেছেন, বিগত দুবছর ধরে নতুন সংসদ ভবনের সামগ্রিক চিত্র সম্পর্কে সাংসদদের অন্ধকারে রাখা হয়েছে।
আরও পড়ুন: মোজার মধ্যে এ কী নিয়ে যাচ্ছিলেন যাত্রী! কলকাতা এয়ারপোর্টে ধরা পড়তেই চক্ষু চড়কগাছ সকলের
প্রসঙ্গত উল্লেখ্য, শীতকালীন অধিবেশনে নতুন সংসদ ভবন উদ্বোধন হওয়ার কথা থাকলেও তার সম্ভাবনা কম। বেশ কিছু কাজ বাকি থাকায় আগামী বাজেটে অধিবেশনের আগে নতুন সংসদ ভবন নির্মাণের কাজ শেষ হবে না বলে সূত্রের খবর।