বক্তব্য রাখেন আহমেদ হুসেইন, কর্না সিংহ, অমিত রাজাক ,তাপস বাগদি, বিশ্বনাথ মাল ও গুলশান ভর প্রমুখ। বর্তমান পরিস্থিতিতে আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য , বেকারত্বের উপর পর দুই দুইবারে বন্যার জলে সর্বস্ব হারা পরিবারবর্গের প্রতি আসাম সরকারের বৈমাতৃসুলভ আচরণ করেছেন। এই অঞ্চলে সোনাইয়ের বর্তমান বিধায়ক একবারও এসে খবর নেননি তাদের।
আরও পড়ুন: যে 'মাসি' রাঁধে, সে অঙ্কও শেখায়! মিড ডে মিল রাঁধুনির অঙ্ক শেখানোর ভিডিও ভাইরাল
advertisement
স্থানীয় যুবক তাপস বাগদি বলেন পশ্চিমবঙ্গে যেভাবে তৃণমূল কংগ্রেস সরকার জনহিতকর কাজ করে য়াচ্ছেন ত সবার জানা উচিত। এছাড়া যে ভাবে মোদি শাহ জুটিকে ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়েছেন তা দেশের রাজনৈতিক ইতিহাসে উল্লখযোগ্য হয়ে আছে। অসমেও তৃণমূলের গুরুত্ব বাড়ছে, ২০২১ এর বিধানসভা নির্বাচনে সোনাই থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে হারার পরেও ডাঃ শান্তিকুমার সিংহ যেভাবে জনগণের সঙ্গে যোগাযোগ স্থাপন করে যাচ্ছেন এবং আজ ও আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তার জন্য এলাকাবাসীর মনে তৃণমূল কংগ্রেসের প্রতি আকৃষ্ট হচ্ছেন। তাই আজ আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছি।''
আরও পড়ুন: ডাল চোর! বাংলার অঙ্গনওয়ারি কেন্দ্রে চাঞ্চল্যকর চুরি, তাজ্জব গোটা এলাকা
প্রধান অতিথির ভাষনে ডাঃ শান্তিকুমার সিংহ বলেন অসমের মুখ্যমন্ত্রী নাগরিকের কোটি কোটি টাকা আকাশ ভ্রমণে খরচ করেছেন, অন্যদিকে বন্যাকবলিত গ্রামবাসীরা আজ ও সঠিক ভাবে ত্রাণসামগ্রী এবং কমপেনসেসন পাননি। আকাশ ছোয়া দ্রব্যমুল্যের দাম , বেকারত্বের সমস্যা সমাধানে বিফল হয়েছেন সরকার। অসমে রিপুন বরার নেতৃত্ব তৃণমূল কংগ্রেস শক্তিশালী হচ্ছে ।