TRENDING:

Balurghat | AITMC: আদিবাসী মহিলাদের দণ্ডি কাটানোর জের, মহিলা সভাপতিকে সরালো তৃণমূল, নিয়ে আসা হল এক আদিবাসী মুখকে

Last Updated:

তবে অভিযোগ, বালুরঘাট কোর্ট মোড় থেকে পার্টি অফিস পর্যন্ত দণ্ডি কাটিয়ে আবার তৃণমূলে যোগ দেওয়ানো হয় তাঁদের। চার আদিবাসী মহিলার দণ্ডি কাটার ভিডিয়োও ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তরবঙ্গ: দলে ফেরানোর নামে আদিবাসী মহিলার সঙ্গে নিন্দনীয় আচরণ৷ চার আদিবাসী মহিলাকে দণ্ডি কাটানো সমর্থন যোগ্য নয়, আগেই জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার এই কাণ্ডের জেরে এবার সরিয়ে দেওয়া হল জেলা মহিলা সভাপতির পদ থেকে প্রদীপ্তা চক্রবর্তীকে। নয়া সভাপতির দায়িত্ব দেওয়া হল স্নেহলতা হেমব্রমকে। উল্লেখযোগ্য ভাবে মহিলা সভাপতির দায়িত্বে নিয়ে আসা হল এক আদিবাসী মুখকেই।
advertisement

শুক্রবার রাতে বালুরঘাটের তৃণমূল পার্টি অফিসে হওয়া দণ্ডি-কাণ্ড নিয়ে তাঁদের নীতিগত অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। প্রসঙ্গত, ওই ঘটনায় রাজ্য জুড়ে শোরগোল উঠেছে। শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোরও।বালুরঘাটের ঘটনা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

আরও খবর: মুর্শিদাবাদে বিধ্বংসী আগুনে ভস্মীভূত ঘর-দোর! মুহূর্তের মধ্যে হুহু করে ছড়িয়ে পড়ল ৪২টা ঘরে, তারপর...

advertisement

বৃহস্পতিবার বিকেলে তপন বিধানসভার বিজেপি বিধায়ক বুধরাই টুডুর উপস্থিতিতে বিজেপির জেলা মহিলা মোর্চার নেতৃত্বে গোফানগর অঞ্চলের প্রায় ২০০ জন মহিলা এবং তাঁদের পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তাঁদের মধ্যেই ছিলেন শনকইর গ্রামের বাসিন্দা মার্টিনা কিস্কু, শিউলি মারডি, ঠাকরান সোরেন এবং মালতী মূর্মূ। সেই কথা চাউর হতেই চার আদিবাসী মহিলাকে বালুরঘাট নিয়ে যাওয়া হয়। সেখানে দক্ষিণ দিনাজপুরের তৃণমূল মহিলা মোর্চার জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীর নেতৃত্বে ‘ঘর ওয়াপসি’ হয় তাঁদের।

advertisement

আরও খবর: ‘"কাগজ" আর "ঠান্ডাই" দিলেই ঠিক সময়ে উড়ে যাবে পাখি’! রাজু ঝা-র খুনের সুপারি পেতে কোড ব্যবহার করেছিল শার্প শুটাররা

তবে অভিযোগ, বালুরঘাট কোর্ট মোড় থেকে পার্টি অফিস পর্যন্ত দণ্ডি কাটিয়ে আবার তৃণমূলে যোগ দেওয়ানো হয় তাঁদের। চার আদিবাসী মহিলার দণ্ডি কাটার ভিডিয়োও ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইমেল, হোয়াটসঅ্যাপের ‌যুগে হঠাৎ রানারের দেখা! হচ্ছে টা কী বাগনানে!
আরও দেখুন

দক্ষিণ দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি মৃণাল সরকার বলেন, ‘‘দলে কাউকে যোগ দেওয়াতে হলে জেলা তৃণমূল নেতৃত্বকে জানাতে হবে। এ বিষয়ে আমাদের কাছে কোনও খবর ছিল না। দণ্ডি কাটিয়ে দলে যোগ দেওয়ানোর কোনও রীতি তৃণমূলে নেই। কেউ যদি এটা করিয়েও থাকেন, তা হলে অন্যায় করেছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’’

বাংলা খবর/ খবর/দেশ/
Balurghat | AITMC: আদিবাসী মহিলাদের দণ্ডি কাটানোর জের, মহিলা সভাপতিকে সরালো তৃণমূল, নিয়ে আসা হল এক আদিবাসী মুখকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল