Raju Jha | Coal Mafia: ‘কাগজ আর ঠান্ডাই দিলেই ঠিক সময়ে উড়ে যাবে পাখি’! রাজু ঝা-র খুনের সুপারি পেতে কোড ব্যবহার করেছিল শার্প শুটাররা

Last Updated:

রাজ্য গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, শুটাররা ফোন ট্যাপিং থেকে বাঁচতে এই ধরনের কোড ব্যবহার করে থাকে। সেই কারণে অপারেশনের সময় তারা ফোন ব্যবহার করে না। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, এক্ষেত্রে, কাগজ মানে বোঝায় টাকা, আর 'ঠান্ডাই' মানে বোঝায় টার্গেটের ছবি। আর খুন হয়ে যাবার পর সেটিকে পাখি বলা হয় শুটারদের ভাষায়।

দক্ষিণবঙ্গ: অতীতেও দেখা গিয়েছে, বিভিন্ন অঞ্চলের শুট আউট-এর ঘটনায় এইরকমই কোড ব্যবহার করে থাকেন শার্প শুটাররা। অতীতে একাধিক শুটারদের জিজ্ঞাসাবাদ করেও পুলিশের হাতে উঠে এসেছে এমনই তথ্য। ওয়াকিবহাল মহলের দাবি, পুলিশ এবং জাতীয় তদন্তকারী সংস্থাদের ঘোল খাওয়াতে এমনই সব কোড ব্যবহার করে শুটাররা।
'পাখি যত বড় হবে তার পিছনে কাগজের পরিমাণ ততটাই বেশি লাগবে'
রাজ্য গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, শুটাররা ফোন ট্যাপিং থেকে বাঁচতে এই ধরনের কোড ব্যবহার করে থাকে। সেই কারণে অপারেশনের সময় তারা ফোন ব্যবহার করে না। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, এক্ষেত্রে, কাগজ মানে বোঝায় টাকা, আর 'ঠান্ডাই' মানে বোঝায় টার্গেটের ছবি। আর খুন হয়ে যাবার পর সেটিকে পাখি বলা হয় শুটারদের ভাষায়।
advertisement
advertisement
আরও খবর: সুড়ঙ্গ পথে বউবাজার পেরলো মেট্রো! আর ক'দিন মাত্র অপেক্ষা, তারপরেই গঙ্গা পেরিয়ে হাওড়ায় পৌঁছবে মেট্রোরেল
টার্গেট প্রভাবশালী হলে, সেই অনুযায়ী কাগজের পরিমাণ বাড়তে থাকে। 'নয় ঘোড়া' মানে বোঝায় নাইন এম এম পিস্তল,' দানা' হল গুলির কোড নাম। যদিও গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, যে কোড সময়ে সময়ে শার্প শুটাররা বদলাতে থাকেন। তদন্তকারীরা মনে করছে যে, রাজু ঝা-র খুনের বরাত দিতে এইরকমই কোড কথা ব্যবহার করেছিল শার্প শুটাররা।
advertisement
'"কাগজ" আর "ঠান্ডাই" দিলেই ঠিক সময়ে উড়ে যাবে পাখি।' সূত্রের খবর, রাজু ঝা-র খুনের টেন্ডার পেতেই এই কোড ব্যবহার করেছিল শার্প শুটাররা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Raju Jha | Coal Mafia: ‘কাগজ আর ঠান্ডাই দিলেই ঠিক সময়ে উড়ে যাবে পাখি’! রাজু ঝা-র খুনের সুপারি পেতে কোড ব্যবহার করেছিল শার্প শুটাররা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement