পেগাসাস (Pegasus) নিয়ে এ দিন সুপ্রিম কোর্টের নির্দেশের পর তা নিয়ে সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)৷ সেখানে তিনি দাবি করেন, বিরোধীরাই প্রথম পেগাসাস কাণ্ড নিয়ে সংসদ অচল করে দিয়েছিল৷ সেই কারণেই চাপে পড়েছিল কেন্দ্রীয় সরকার৷ যদিও বিরোধীদের কোনও দাবিই কেন্দ্র মানেনি, পেগাসাস নিয়ে কোনও প্রশ্নের জবাবও দেয়নি তারা৷ রাহুল বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশেই প্রমাণিত যে বিরোধীদের দাবি সঠিক ছিল৷
advertisement
আরও পড়ুন: সরকার ফেলতে ব্যবহৃত হয়েছিল পেগাসাস! সুপ্রিম কোর্টের নির্দেশের দিন বিস্ফোরক অভিযোগ
সুপ্রিম কোর্টের রায় নিয়ে তৃণমূলের তরফেও সাংবাদিক বৈঠক করেন সাংসদ সুখেন্দুশেখর রায়৷ তিনি অবশ্য দাবি করেন, পেগাসাস কাণ্ড নিয়ে প্রথম সংসদে সরব হয়েছিল তৃণমূলই৷ তৃণমূল সাংসদ বলেন, 'তৃণমূল কংগ্রেস সংসদে প্রথম পেগাসাস ইস্যু উত্থাপন করে৷ রবিশঙ্কর প্রসাদ আমাদের কথাতেই প্রথম বার মেজাজ হারিয়েছিলেন। পরে ঘটনা ধামাচাপা পড়ে যায়৷ পেগাসাস ইস্যু লাগাতার আমরা তুলে ধরেছিলাম। অন্যান্য দল আমাদের সঙ্গে কক্ষ সমন্বয় করেছিল। সুপ্রিম কোর্টের আদেশ ঐতিহাসিক। সরকার এড়িয়ে যেতে চাইছিল। মৌলিক অধিকার খর্ব করার চেষ্টা হয়েছিল৷'
সুখেন্দুশেখর বাবু আরও বলেন, 'আমরা কৃতিত্ব দাবি করছি না৷ কিন্ত এটা একটা সম্মিলিত প্রচেষ্টা। সরকার পালাচ্ছিল৷ সুপ্রিম কোর্ট বুঝেছে ডাল মে কুছ কালা হ্যায়।'
কংগ্রেসে ভাঙন ধরানো নিয়ে তৃণমূলের সঙ্গে তাদের সম্পর্কে চিড় প্রকাশ্যে চলে এসেছে৷ এ দিনও বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন সুখেন্দুশেখর রায়৷ ভাঙনের জন্য কংগ্রেস নিজেরাই দায়ী বলে বুঝিয়ে দিয়ে তৃণমূল সাংসদ বলেন, 'দুর্বলতা বুঝতে পারছে না কংগ্রেস। ওদের ভাবা উচিত কেন সবাই দল ছাড়ছে? ক্যাপ্টেন অমরিন্দর সিং কেন দল ছাড়লেন? আসলে ওনারা বুঝেছেন কংগ্রেস ডুবন্ত জাহাজ৷ জনবিরোধী ইস্যুতে নেত্রী এখন মমতা। তাঁর আওয়াজ এখন দেশ জুড়ে উন্মাদনা তৈরি করেছে।'