ইতিমধ্যেই মেঘালয়ের ৫২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল।উই কার্ড ও মাই কার্ড নিয়ে শুরু হয়েছে জোরদার ভোট প্রচার।হাড় কাঁপানো ঠান্ডা। তার মধ্যেই মেঘালয়ে আজ প্রথম নির্বাচনী সভা করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।
আরও পড়ুন: ২৪-এর লোকসভা নির্বাচনে বাংলায় অন্তত ২৫ টি আসন পাবে বিজেপি, দাবি সুকান্তর
advertisement
মেঘালয়ের উত্তর গারো পাহাড়কে বেছে নেওয়া হয়েছে এই সভা করার জন্য৷ আর এই গারো পাহাড়ের মেন্দিপাথারেই প্রথম নির্বাচনী সভা থেকে কার্যত ভোট প্রচারের ঝড় তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস। এই কারণেই গারো পাহাড়কে বেছে নেওয়া হয়েছে৷ কারণ মেঘালয়ের এই অংশে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দক্ষতা অনেক বেশি৷ দ্বিতীয়ত, যেখানে সভা হবে তার কাছাকাছি স্থান তুরা শহর৷ যেখানে আগেও সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এই অঞ্চলের রাজনীতিতে পূর্ণ অ্যাজিটক সাংমা ছিলেন অবিসংবাদী নেতা। যাঁর প্রচারে এখানে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: যোশীমঠের মতো বিপদের মুখে রানিগঞ্জ! কুড়ি হাজার মানুষের মৃত্য়ুর আশঙ্কা মমতার
এনপিপি নেতাদের গড়েই আপাতত জোড়া ফুল ফোটাতে চায় তৃণমূল কংগ্রেস৷ তাই এই জনসভা রাজনৈতিক দিক থেকেও অতীব গুরুত্বপূর্ণ হতে চলেছে।ইতিমধ্যেই ৫২ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, আজ আরও ৩ আসনে প্রার্থী ঘোষণা করে দেবে জোড়া ফুল শিবির৷ সবমিলিয়ে নির্বাচন ঘোষণার আগেই ৫৫ আসনে প্রার্থী ঘোষণা করে দিচ্ছে বাংলার শাসক দল।
আগামিকাল উত্তর পূর্ব ভারতের তিন রাজ্যেই ভোট ঘোষণা হতে চলেছে বলে সূত্রের খবর। সেদিক থেকে দেখতে গেলেই আজ থেকেই রাজনৈতিক সভা শুরু হয়ে যাচ্ছে মেঘালয়ে৷ হেভিওয়েট মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায় দু'জনেই এই সভা করবেন। তৃণমূল কংগ্রেস আশাবাদী, এই সভা থেকে তারা আরও বেশি সংখ্যক মানুষের কাছে তাদের বার্তা পৌঁছে দিতে পারবেন। একই সঙ্গে বিধানসভা ভোটে মেঘালয়ে তৃণমূল ভাল ফল করবে।