আরও পড়ুনঃ জামিন খারিজ সন্দীপ-ঘনিষ্ঠ বিপ্লবের! ১৮ নভেম্বর পর্যন্ত জেল হেফাজত সকলের
২৭ অক্টোবর দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ৪০০ ছাড়িয়ে গিয়েছিল। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, তা ৩৫০-এর কিছুটা বেশি। বিশেষজ্ঞরা বলছেন, দিল্লির বাতাসের মান দিনদিন খারাপ হচ্ছে। একাধিক শারীরিক সমস্যায় ভুগছে মানুষ। রেহাই পাচ্ছে না পোষ্যরাও।
advertisement
পশু চিকিৎসকদের ক্লিনিকের বাইরে লম্বা ভিড়। গত ২ সপ্তাহে এই ভিড়টা বেড়েছে ৮০ শতাংশ। দিল্লিবাসীরা এখন তাঁদের পোষ্যদের নিয়ে পশু চিকিৎসকদের কাছে ছুটছেন। অসুবিধা একটাই, সেটা হল শ্বাসকষ্ট। পোষ্য প্রাণীদের শ্বাস নিতে সমস্যা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় পোষ্যদের দূষণ এড়ানোর পরামর্শ দিয়েছেন পশু চিকিৎসকরা। এর সঙ্গে চলছে চিকিৎসাও।
রাজধানীর নামকরা পশু চিকিৎসক ও দ্বারকার অ্যাপেলো ভেটস ক্লিনিকের পরিচালক ডাঃ ধীরজ ভরদ্বাজ জানিয়েছেন, গত দুই সপ্তাহে তাঁর ওপিডিতে ভিড় অত্যধিক বেড়ে গিয়েছে। সাধারণ মানুষ পোষ্য প্রাণীদের দেখাতে আনছেন। এর মধ্যে বেশিরভাগেরই শ্বাস নিতে সমস্যা হচ্ছে। তিনি বলেছেন, সবার চিকিৎসা করা হচ্ছে। এর সঙ্গে পোষ্যদের কীভাবে সুস্থ রাখা যায়, তার পরামর্শও দেওয়া হচ্ছে।
দূষণ বাড়ার কারণেই এই সমস্যা: ডাঃ ধীরজ ভরদ্বাজের মতে, দূষণ বৃদ্ধির কারণেই এই সমস্যা দেখা দিয়েছে। এই সময় পোষ্য প্রাণীদের, তা কুকুর, বিড়াল, পাখি যাই হোক না কেন, ঘরের ভিতরেই রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘরের ভিতরেই তাদের হাঁটাহাঁটি করাতে হবে। বাইরে বের করা উচিত হবে না। সঙ্গে বেশি করে জল খাওয়াতে হবে। পোষ্যর জন্য যেন সবসময় জল মজুত থাকে। এর সঙ্গে বাড়িতে এয়ার পিউরিফায়ার রাখার পরামর্শও দিয়েছেন তিনি। যাতে ঘরের বাতাসের গুণমান বজায় থাকে। বাইরের দূষণ ঢুকতে না পারে।
https://bengali.news18.com/news/kolkata/rg-kar-incident-bail-rejected-sandeep-closed-biplab-singh-all-accused-are-in-jail-till-november-18-sal-1932963.html
এই বিষয়গুলো নজরে রাখতে হবে: পোষ্য প্রাণী যদি আচমকা অস্থির হয়ে ওঠে, দ্রুত শ্বাস নেওয়ার চেষ্টা করে বা অস্বাভাবিক আচরণ করে তাহলে তৎক্ষণাৎ চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। ফেলে রাখা চলবে না। এমনটাই জানাচ্ছেন ডাঃ ধীরজ ভরদ্বাজ। তাঁর মতে, দূষণের কারণে যে কোনও সময় শ্বাসকষ্ট হতে পারে। তাই পোষ্য প্রাণীর মধ্যে এই লক্ষণগুলো দেখা দিলে অবহেলা করলে চলবে না।