RG Kar Incident: জামিন খারিজ সন্দীপ-ঘনিষ্ঠ বিপ্লবের! ১৮ নভেম্বর পর্যন্ত জেল হেফাজত সকলের
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
RG Kar Incident: সোমবার আলিপুর সিবিআই বিশেষ আদালতে আর জি করের আর্থিক দুর্নীতির মামলায় অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার ঘনিষ্ঠ দুই ব্যবসায়ী বিপ্লব সিংহ ও সুমন হাজরা, দেহরক্ষী আশরফ আলি খান এবং জুনিয়র চিকিৎসক আশিস পাণ্ডেকে আদালতে পেশ করা হয়।
কলকাতাঃ সোমবার আলিপুর সিবিআই বিশেষ আদালতে আর জি করের আর্থিক দুর্নীতির মামলায় অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার ঘনিষ্ঠ দুই ব্যবসায়ী বিপ্লব সিংহ ও সুমন হাজরা, দেহরক্ষী আশরফ আলি খান এবং জুনিয়র চিকিৎসক আশিস পাণ্ডেকে আদালতে পেশ করা হয়। আদালতে সশরীরে পেশ করা হয়েছিল আশিস পাণ্ডেকে। অন্যদিকে ভার্চুয়ালি অংশ নেন সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ, সুমন হাজরা ও আফসার আলি। জামিনের আবেদন করেন আশিস পাণ্ডে, সুমন হাজরা ও বিপ্লব সিংহ।
আরও পড়ুনঃ সাতসকালে এলোপাথারি কোপ! পারিবারিক বিবাদের জেরে খুন! পলাতক অভিযুক্ত
বিপ্লব সিংহের জামিনের আবেদন করে তাঁর আইনজীবী বলেন, ‘বিপ্লব শুধু আরজি করে ওষুধ সরবরাহ করতেন এমন নয়, এসএসকেএম, হাওড়া গ্রামীন হাসপাতাল, মেডিক্যাল কলেজেও ওষুধ সরবরাহ করতেন। কারণ তাঁর সেই শংসাপত্র ছিল বলেই বরাত পেয়েছিলেন।’
সিবিআইয়ের আইনজীবী বলেন, ‘গুরুতর অভিযোগের ভিত্তিতে একাধিক তথ্য ও নথি পাওয়া গেছে। দুটো মামলার মধ্যে কোনও যোগ আছে কী না তদন্ত করে দেখা হচ্ছে। ধর্ষণ ও খুনের মামলা থেকে শুরু হয়েছে, পরে এই দুর্নীতির বিষয় সামনে এসেছে।’
advertisement
advertisement
বিচারক প্রশ্ন করেন সিবিআইয়ের আইনজীবীকে তদন্তের অগ্রগতি কেমন? সিবিআইয়ের আইনজীবী বলেন, ‘মা তারা টেডার্সকে টেন্ডার দেওয়া হয়েছিল। কিন্তু এই সংস্থা টেন্ডারে অংশ নেয়নি। এমন একাধিক নথি ও তথ্য আমরা পেয়েছি। আশিস পাণ্ডের বিরুদ্ধেও একাধিক তথ্য প্রমাণ মিলেছে। আশিস পাণ্ডে ও সুমন হাজরার জামিনের আবেদনের শুনানি হবে ১২ নভেম্বর।’ বিপ্লবের জামিনের আবেদন খারিজ। ১৮ নভেম্বর পর্যন্ত সকলের জেল হেফাজত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 05, 2024 11:23 AM IST