Crime News: নিস্তার নেই ষাটোর্ধ্ব মহিলারও! ভাইফোঁটার দিন নক্কারজনক ঘটনা মেমারিতে, পুলিশের জালে দুই
- Reported by:Saradindu Ghosh
- Published by:Salmali Das
Last Updated:
Crime News: এবার পৌঢ়াকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। পূর্ব বর্ধমানের মেমারি থানা এলাকার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মেমারিঃ এবার পৌঢ়াকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। পূর্ব বর্ধমানের মেমারি থানা এলাকার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোররাতে ভাইকে ফোঁটা দেওয়ার জন্য বাপের বাড়ির দিকে রওনা দিচ্ছিলেন ষাট বছর বয়সী ওই মহিলা। পথে দুই যুবক তাঁকে আটকায়। জোর করে একটি পুকুর পাড়ের একটি ঘরের বারান্দায় নিয়ে গিয়ে পৌঢ়াকে ধর্ষণের চেষ্টা করে তারা। মহিলার চিৎকার শুনে এলাকার বাসিন্দা এসে একজনকে ধরে ফেলে। অপরজন পালিয়ে যায়। মেমারি থানার পুলিশ প্রথমে আটক যুবক ও পরে পলাতক যুবককে গ্রেফতার করে। নির্যাতিতার মেডিক্যাল টেস্ট হয়েছে।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রবিবার খুব ভোরে ভাইকে ফোঁটা দেওয়ার জন্য বাপেরবাড়ি যাচ্ছিলেন ষাট বছর বয়সী ওই প্রৌঢ়া। রাস্তায় একটি সাঁকোয় বসেছিল দুই মদ্যপ যুবক। তাঁরা ওই মহিলার পথ আটকায়। এরপর তাঁকে ধরে টেনে হিঁচড়ে নিয়ে প্রথম একটি বাঁশবাগানে নিয়ে যায়। পরে তারা একটি পুকুর পাড়ে থাকা ঘরের বারান্দায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। মহিলার চিৎকারে ওই পুকুরে যারা মাছ চাষ করতেন তাঁরা ছুটে আসেন। ভয়ে পালিয়ে যায় এক যুবক। অন্যজনকে ধরা পড়ে যায়। পরে পলাতক যুবককেও ধরে ফেলে পুলিশ। ধৃত দুই যুবকের নাম সদানন্দ মালিক ও অর্ঘ্য ধাড়া। ধৃত দুজনকে সোমবার আদালতে তোলা হয়। রবিবারই নির্যাতিতার মেডিক্যাল টেস্ট করা হয়েছে।
advertisement
advertisement
স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘গ্রামেরই ওই বয়স্ক মহিলা দ্বিতীয়ার জন্য পাশের গ্রামে যাচ্ছিলেন। রাস্তায় একটি সাঁকোতে বসে দুই মদ্যপ ওই মহিলাকে একা পেয়ে তাঁকে টানতে টানতে একটি বাঁশ বাগানে ও পাশের একটি পুকুরের পাড়ে একটি চালাঘরে নিয়ে গিয়ে তাঁর উপরে অত্যাচার করে। মহিলার চিৎকারে যারা পুকুর চাষ করছিলেন তাঁরা ছুটে আসেন। মহিলার বয়স আনুমানিক ষাট বছর। ভোরবেলা বাপের বাড়ি যাচ্ছিলেন ভাইফোঁটা দিতে। গত ৬ মাসে মেমারিতে অনেকগুলো এরকম ঘটনা ঘটল। এলাকায় মদ গাঁজার বহু আড্ডা হয়ে গিয়েছে। এটা যদি বন্ধ করা না যায় তাহলে এই দুষ্কর্ম থামবে না। নেশার ঠেক গুঁড়িয়ে দিক পুলিশ।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 04, 2024 1:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: নিস্তার নেই ষাটোর্ধ্ব মহিলারও! ভাইফোঁটার দিন নক্কারজনক ঘটনা মেমারিতে, পুলিশের জালে দুই








