আরও পড়ুনঃ সাংসদ পদ খারিজ হতেই ট্যুইটার অ্যাকাউন্টে 'বড়' বদল! কী লিখলেন রাহুল গান্ধি?
ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে আজমির-আমেদাবাদ হাইওয়ের সোজাত থানা এলাকায়। নিহতরা হলেন সৈনিক প্রভু ভাই (৩৩), তাঁর স্ত্রী সুশীলা প্যাটেল (৩০) এবং শাশুড়ি সন্তোষ বেন (৫৫)৷ তিনজনই গুজরাটের বাসিন্দা এবং নাগৌরে একটি ধর্মীয় স্থানে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। সূত্রের খবর, সৈনিক প্রভু ভাইের পোস্টিং ছিল সুরাতগড়ে।
advertisement
আরও পড়ুনঃ তুলকালাম কাণ্ড! অধ্যক্ষের ঘর থেকে মিলল কন্ডোম, মদের বোতল! রাতারাতি বন্ধ স্কুল
অপরদিকে, রবিবার সকালে হায়দ্রাবাদের রাজেন্দ্রনগরে একটি বাইক এবং অটোরিকশার মধ্যে সংঘর্ষে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। আঞ্জি (৩২) নামের ওই ব্যক্তি বাইক থেকে পড়ে যান এবম ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্তের জন্য অটো চালককে হেফাজতে নিয়েছে পুলিশ। অটোটিও বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
