99th ‘Mann Ki Baat’: মোদির মুখে সুরেখা, শালিজাদের বিজয়-কথা! 'মন কি বাত'-এর মূল সুর দেশের নারীশক্তি
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
99th ‘Mann Ki Baat’: ভারতের অগ্রসরে মহিলাদের অবদানকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি বছরে তৃতীয়বারের জন্য 'মন কি বাত'-এ ভাষণ দিলেন।
নয়াদিল্লি: ভারতের অগ্রসরে মহিলাদের অবদানকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি বছরে তৃতীয়বারের জন্য 'মন কি বাত'-এ ভাষণ দিলেন। প্রধানমন্ত্রীর মাসিক রেডিও অনুষ্ঠান 'মন কি বাত'-এর ৯৯তম সংস্করণ আজ সকাল ১১টায় থেকে প্রচারিত হচ্ছে।
জাতির উদ্দেশ্য ভাষণে খোদ প্রধানমন্ত্রী বলেন ‘নারী শক্তি ভারতের দেশগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নাগাল্যান্ডে, ৭৫ বছরে প্রথমবারের মতো, দুই মহিলা বিধায়ক জয়লাভ করেন এবং তাঁরা বিধানসভায় জায়গা করে নিয়েছেন’।
আরও পড়ুনঃ ফের মাথাচাড়া দিচ্ছে করোনা, ৯৯তম 'মন কি বাত' থেকে বিশেষ সতর্কবার্তা নরেন্দ্র মোদির
তিনি আরও বলেন যে রাষ্ট্রসংঘের একটি শান্তি মিশনে ভারত শুধু মহিলা বাহিনীর জন্য একটি দল পাঠিয়েছিল। নারীরা সব ক্ষেত্রেই শক্তি প্রদর্শন করছেন। আজ, ভারতের যে নতুন একটি দৃষ্টিকোণ উদ্ভূত হচ্ছে, তাতে আমাদের নারী শক্তির অনেক বড় ভূমিকা রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নিজের বারান্দায় জৈব সবজি চাষ করে সাফল্য পেয়েছেন এক ইঞ্জিনিয়ার, ঘটনা ভাইরাল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভূয়শী প্রশংসা করেছেন বিভিন্ন ক্ষত্রে কর্মরত নারীদের। তিনি বলেন "এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট সুরেখা যাদব আরেকটি রেকর্ড গড়েছেন। তিনি বন্দে ভারত-এর প্রথম মহিলা লোকো পাইলটও। গ্রুপ ক্যাপ্টেন শালিজা ধামি প্রথম মহিলা এয়ার ফোর্স অফিসার যিনি একটি কমব্যাট ইউনিটে কমান্ড অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। তাঁর ফ্লাইং অভিজ্ঞতা প্রায় ৩,০০০ ঘন্টার । একইভাবে, ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন শিবা চৌহান সিয়াচেনে পোস্ট করা প্রথম মহিলা অফিসার।’ খোলামঞ্চে নারীশক্তির সমর্থনে প্রধানমন্ত্রীর এই বার্তাও মহিলাদের আরও অনুপ্রাণিত করবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারনা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,Delhi
First Published :
March 26, 2023 12:44 PM IST