Terrace Farming: নিজের বারান্দায় জৈব সবজি চাষ করে সাফল‍্য পেয়েছেন এক ইঞ্জিনিয়ার, ঘটনা ভাইরাল

Last Updated:

Terrace Farming: সুপারমার্কেটে বিক্রি হওয়া রাসায়নিক যুক্ত শাকসবজি এড়ানোর জন্য এখন অনেকেই অ্যাপার্টমেন্টের বারান্দায় একটি মিনি বাগান তৈরী করছেন।

নিজের বারান্দায় জৈব সবজি চাষ করে সাফল‍্য পেয়েছেন এক ইঞ্জিনিয়ার, ঘটনা ভাইরাল
নিজের বারান্দায় জৈব সবজি চাষ করে সাফল‍্য পেয়েছেন এক ইঞ্জিনিয়ার, ঘটনা ভাইরাল
তামিলনাড়ু: ভারতে খুব কম মানুষের কাছেই ক্ষেত বা চাষের জমি থাকে। তাই, সুপারমার্কেটে বিক্রি হওয়া রাসায়নিক যুক্ত শাকসবজি এড়ানোর জন্য এখন অনেকেই অ্যাপার্টমেন্টের বারান্দায় একটি মিনি বাগান তৈরী করছেন। সেরকমই একজনের গল্প ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। তামিলনাড়ুর বিরুধুনগরের একজন ইঞ্জিনিয়ার তাঁর বারান্দাকে তাঁর নিজস্ব ক্ষেতে রূপান্তরিত করেছেন।
ভূমিনাথন তামিলনাড়ুর তিরুপুরের লক্ষ্মী নগর থেকে এসেছেন। খুব অল্প বয়স থেকেই তাঁর কৃষিকাজে খুবই আগ্রহ। তিনি ধীরে ধীরে বাড়িতে খাওয়ার জন্য তাঁর ছাদে সবজি চাষ শুরু করেন। তারপর টেরেস ফার্মিং সম্পর্কে জানতে পারেন এবং সেই পদ্ধতিতে তাঁর বারান্দায় কয়েকটি সবজি চাষ করতে শুরু করেন।
advertisement
advertisement
ভূমিনাথন নিউজ ১৮ তামিলকে বলেছেন যে তিনি এখন চার বছর ধরে টেরেস ফার্মিং করছেন। তিনি বলেছেন “সেদিন থেকে এখন পর্যন্ত আমি আমার নিজের বাগান থেকে বাড়ির জন্য সবজি নিয়ে যাই। আমি টমেটো এবং লঙ্কার মত সবজি চাষ করেছি। বর্তমানে, আমি বড় পাত্রে ডালিম, কলা, চাষ করছি।” ভূমিনাথন আরও বলেন যে তাঁর মত একটি টেরেস বাগান বানানোর জন্য একটি বড় জায়গা প্রয়োজন।
advertisement
তিনি বলেন যে অনেক লোক টেরেস বাগানের এবং জৈবভাবে তাদের নিজস্ব শাকসবজি চাষ করার ইচ্ছে প্রকাশ করেন কিন্তু ভাড়া বাড়িতে থাকা বা বাগানের জন্য ছোট জায়গা থাকার মতো কয়েকটি সমস্যার মুখোমুখি হন। তিনি পরামর্শ দিয়েছেন যদি ছোট জায়গা থাকে টেরেস গার্ডেনের জন্য তাহলে ১০ থেকে ১৫টি পাত্রে রোপণ করে শুরু করা যায়।
advertisement
আরও পড়ুনঃ বিনা টিকিটের যাত্রী জরিমানা করেই মিলেছে ১ কোটি, মহিলা টিকিট পরীক্ষককে চিনুন
এর আগে, ইন্টারনেটে ভাইরাল হয়েছিল ইউপির একজন ব্যক্তির ভিডিও যিনি শুধু সবজি চাষ করে ৭০ লক্ষ টাকা উপার্জন করেন । ভিডিওতে দেখা গেছে বেরেলির রামবীর সিং, মাটি বা রাসায়নিক ব্যবহার ছাড়াই তাঁর তিনতলা বাড়িতে সবজি চাষ করছেন। তিনি স্ট্রবেরি, ফুলকপি, লেডিস ফিঙ্গার এবং অন্যান্য অনেক ফল ও সবজি চাষ করেন। তাঁর তিনতলা বাড়িতেও রয়েছে ১০ হাজার গাছপালা। রামবীরের ‘ভিম্পা অর্গানিক এবং হাইড্রোপনিক্স’ নামে একটি কোম্পানিরও মালিক তিনি। প্রতি বছর সেই কোম্পানি থেকে ৭০ লক্ষ টাকা আয় করেন রামবীর সিং।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Terrace Farming: নিজের বারান্দায় জৈব সবজি চাষ করে সাফল‍্য পেয়েছেন এক ইঞ্জিনিয়ার, ঘটনা ভাইরাল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement