Ticket Checker: বিনা টিকিটের যাত্রী জরিমানা করেই মিলেছে ১ কোটি, মহিলা টিকিট পরীক্ষককে চিনুন
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Ticket Checker: টিকিট ছাড়া ট্রনে চড়ার জন্য জরিমানা বাবদ ১ কোটি তিন লক্ষের বেশি টাকা সংগ্রহ করেছেন এক মহিলা টিকিট পরীক্ষক। সেই মহিলা টিকিট পরীক্ষকের নাম রোজালিন অরোকিয়া মেরি।
কোচিঃ টিকিট ছাড়া ট্রনে চড়ার জন্য জরিমানা বাবদ ১ কোটি তিন লক্ষের বেশি টাকা সংগ্রহ করেছেন এক মহিলা টিকিট পরীক্ষক। সেই মহিলা টিকিট পরীক্ষকের নাম রোজালিন অরোকিয়া মেরি। তাঁর এই নজিরবিহীন সাফল্যের জন্য রেলের পক্ষ থেকে তাঁর কাজের কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।
তিনি প্রথম মহিলা টিকিট চেকার, যিনি যাত্রীদের কাছ থেকে জরিমানা বাবদ ১ কোটির বেশি জরিমানা সংগ্রহ করেছেন। তিনি দক্ষিণ রেলওয়ের প্রধান টিকিট চেকার হিসাবে কর্মরত। টুইটার পোস্ট করে রেলের পক্ষ থেকে বলা হয়েছে, “ তিনি তাঁর কর্তব্যের প্রতি অবিচল! শ্রীমতী রোজালিন অরোকিয়া মেরি, ভারতীয় রেলওয়ের টিকিট-চেকিং পরীক্ষকদের মধ্যে প্রথম মহিলা যিনি জরিমানা বাবদ ১.০৩ কোটি টাকা সংগ্রহ করেছেন।”
advertisement
advertisement
Showing resolute commitment to her duties, Smt.Rosaline Arokia Mary, CTI (Chief Ticket Inspector) of @GMSRailway, becomes the first woman on the ticket-checking staff of Indian Railways to collect fines of Rs. 1.03 crore from irregular/non-ticketed travellers. pic.twitter.com/VxGJcjL9t5
— Ministry of Railways (@RailMinIndia) March 22, 2023
advertisement
এই পোস্টটি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর ‘লাইক’ এবং কমেন্ট করেন নেটিজেনরা। সবাই তাঁর কাজের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর নিষ্ঠার প্রশংসা করেছেন।একটি প্রেস বিজ্ঞপ্তিতে, দক্ষিণ সেন্ট্রাল রেলওয়ে থেকে জানানো হয়েছে যে নজন টিকিট-চেকিং পরীক্ষক চলতি আর্থিক বছরে জরিমানা বাবদ ১.০৩ কোটি টাকা সংগ্রহ করেছেন।
টিকিট পরীক্ষকরা মোট ১.১৬ লক্ষ যাত্রীদের থেকে জরিমানা নিয়েছেন, যাঁরা টিকিট ছাড়াই ভ্রমণ করছিলেন বা অনিয়মিত ভ্রমণকারী বা বুকিং-এ লাগেজ ছিল না। মোট জরিমানা আদায় হয়েছে ৯.৬২ কোটি টাকা।
advertisement
নজন টিকিট-চেকিং পরীক্ষক প্রত্যেকের এখন আদায় করা টাকার পরিমাণ ১ কোটির ঘরে। দক্ষিণ সেন্ট্রাল রেলওয়ে জানিয়েছে “দক্ষিণ সেন্ট্রাল রেলওয়ের ইতিহাসে এই প্রথম যে কোনও টিকিট-চেকিং পরীক্ষক জরিমানা বাবদ ১.০ কোটি টাকা আয় করেছেন।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kochi,Ernakulam,Kerala
First Published :
March 25, 2023 6:26 PM IST