নগদ কত টাকা রাখা যায় বাড়িতে? কতটা ক্যাশ আলমারিতে রাখতে পারবেন, জেনে নিন

Last Updated:
Income Tax department rules: চারপাশে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। জেনে নিন, আলমারিতে কত ক্যাশ রাখ যায়! আয়কর দফতরের নিয়ম কী বলছে!
1/6
রাজ্যের বিভিন্ন প্রান্তে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। বারবার ইডির হানা বিভিন্ন নেতা-আমলার বাড়িতে। এত টাকা দেখে আঁতকে উঠছে সাধারণ মানুষ। এসব টাকার সোর্স কী! কোথা থেকে আসছে এত টাকা! জানার কৌতুহল প্রায় সবার মনে।
রাজ্যের বিভিন্ন প্রান্তে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। বারবার ইডির হানা বিভিন্ন নেতা-আমলার বাড়িতে। এত টাকা দেখে আঁতকে উঠছে সাধারণ মানুষ। এসব টাকার সোর্স কী! কোথা থেকে আসছে এত টাকা! জানার কৌতুহল প্রায় সবার মনে।
advertisement
2/6
এরই মধ্যে জেনে নিন, ঠিক কত টাকা রাখা যায় বাড়িতে! কত টাকা নগদ বাড়িতে রাখা যায়! আয়কর দফতরের নিয়ম কী বলছে জেনে নেওয়া যাক।
এরই মধ্যে জেনে নিন, ঠিক কত টাকা রাখা যায় বাড়িতে! কত টাকা নগদ বাড়িতে রাখা যায়! আয়কর দফতরের নিয়ম কী বলছে জেনে নেওয়া যাক।
advertisement
3/6
আসলে বাড়িতে নগদ রাখার পরিমাণ নিয়ে আয়কর দফতরের সেরকম কোনও নিয়ম নেই। তবে আপনার বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হলে তার হিসেব ও সোর্স আপনাকে জানাতে হবে আয়কর দফতরকে।
আসলে বাড়িতে নগদ রাখার পরিমাণ নিয়ে আয়কর দফতরের সেরকম কোনও নিয়ম নেই। তবে আপনার বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হলে তার হিসেব ও সোর্স আপনাকে জানাতে হবে আয়কর দফতরকে।
advertisement
4/6
আপনার উপার্জন যদি সৎ পথে হয় এবং উপার্জিত অর্থের যাবতীয় নথি ও সোর্স আপনি দেখাতে পারেন, তা হলে কোনও সমস্যা নেই।
আপনার উপার্জন যদি সৎ পথে হয় এবং উপার্জিত অর্থের যাবতীয় নথি ও সোর্স আপনি দেখাতে পারেন, তা হলে কোনও সমস্যা নেই।
advertisement
5/6
যদি বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার সোর্স জানাতে না পারেন তা হলে ১৩৭ শতাংশ ট্যাক্স দিতে হতে পারে। অর্থাৎ আপনার বাড়ি থেকে যে পরিমাণ ক্যাশ উদ্ধার হবে তা তো যাবেন, তার উপর আরও ৩৭ শতাংশ কর দিতে হবে।
যদি বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার সোর্স জানাতে না পারেন তা হলে ১৩৭ শতাংশ ট্যাক্স দিতে হতে পারে। অর্থাৎ আপনার বাড়ি থেকে যে পরিমাণ ক্যাশ উদ্ধার হবে তা তো যাবেন, তার উপর আরও ৩৭ শতাংশ কর দিতে হবে।
advertisement
6/6
বাড়ি থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হলে আয়কর দফতর আপনার কাছে সমস্ত তথ্য জানতে চাইবে। এমনকী আয়করের নথিও। সব হিসেব ঠিকঠাক থাকলে কোনও সমস্যা নেই।
বাড়ি থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হলে আয়কর দফতর আপনার কাছে সমস্ত তথ্য জানতে চাইবে। এমনকী আয়করের নথিও। সব হিসেব ঠিকঠাক থাকলে কোনও সমস্যা নেই।
advertisement
advertisement
advertisement