Viral video: ফুটবল ক্রিকেটও খেলে, আবার পুজোও করে! এমন হাতি দেখেছেন? রইল তার ভিডিও
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
ফুটবল পায়ে দৌড়তে অনেক বড় বড় প্লেয়ারকেই তো দেখেছেন, কিন্তু হাতিকে দেখছেন কি? সম্প্রতি, এমনই একটি মজার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷
ফুটবল পায়ে দৌড়তে অনেক বড় বড় প্লেয়ারকেই তো দেখেছেন, কিন্তু হাতিকে দেখছেন কি? সম্প্রতি, এমনই একটি মজার দৃশ্য নেটমাধ্যমে ভাইরাল হয়েছে৷ ভিডিওয় দেখা যাচ্ছে ফুটবল পায়ে এগিয়ে আসছে একটি হাতি৷
ভিডিওর ফুটবল পায়ে হাতিটির নাম গিরিজা ওরফে মহালক্ষ্মী৷ ৩১ বছরের মহালক্ষ্মী কর্নাটকের শ্রী দুর্গাপরমেশ্বরী মন্দিরের বাসিন্দা৷ ১৯৯৪ সালে সে এই মন্দিরে আসে৷ ফুটবল থেকে ক্রিকেট সব খেলাতেই বেশ পারদর্শী মহালক্ষ্মী৷ এর আগেও কিছু ছেলের সঙ্গে ক্রিকেট তার খেলার ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছিল। মন্দিরে আসা দর্শনার্থীদের মধ্যে জনপ্রিয় এই হাতিটি৷ খোশমেজাজে সবার সঙ্গে সেলফিও তোলে গিরিজা৷
advertisement
আগে মন্দিরে একটি পুরুষ হাতি ছিল, যার নাম নাগরাজ। তার মৃত্যুর পর, মহালক্ষ্মীর বয়স যখন মাত্র ৫ বছর, তখন তাকে মন্দিরে আনা হয়। এখানে তাকে বিভিন্ন ধরনের খেলাধুলার জন্য নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
advertisement
হাতিটিকে ফাইরোজ এবং আতলাফ নামে দুই যুবক প্রশিক্ষণ দিয়েছিল বলে জানা গিয়েছ। মন্দিরের কর্মীরা জানালেন, হাতিটি গত আট মাস ধরে ক্রিকেট ও ফুটবল খেলছে। সাধারণত প্রতিদিন দু'ঘণ্টার বেশি ফুটবল এবং ক্রিকেট খেলে মহালক্ষ্মী।
advertisement
তবে মহালক্ষ্মী শুধুই ক্রিকেট আর ফুটবল খেলে, এমনটা ভাবলে কিন্তু ভুল করবেন৷ প্রতিদিন সকাল সাতটায় স্নান সেরে সে দেবতার পুজো করে৷ এরপর সকাল সাড়ে ১০.৩০টার দিকে ঘাস, ভাত, গুড়, কলা এবং শসা খায়৷ তারপর দুপুর ২.৪৫ নাগাদ দুপুরের খাবার হিসেবে সে খায় শাকসবজি৷ তার আগে দুপুর ১.৩০ নাগাদ জোয়ারের বল খাওয়া মহালক্ষ্মীর অভ্যাস৷ রাতে সে ঘাস এবং কলা খায়। তার স্বাস্থ্যের দিকেও নজর রাখা হয় সর্বদা৷ প্রতি ছয় মাস অন্তর তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 25, 2023 8:29 PM IST