স্বামীকে দিয়েছেন নিজের কিডনি! অসুস্থতাকে সঙ্গী করেই এগোচ্ছেন লড়াকু পিঙ্কি

Last Updated:

মাত্র ২৭ বছর বয়সেই বহু প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে চলেছেন পিঙ্কি৷ অবশ্য, শুরু থেকে পরিস্থিতি এমনটা ছিল না

স্বামীকে দিয়েছেন নিজের কিডনি! অসুস্থতাকে সঙ্গী করেই এগোচ্ছেন লড়াকু পিঙ্কি
স্বামীকে দিয়েছেন নিজের কিডনি! অসুস্থতাকে সঙ্গী করেই এগোচ্ছেন লড়াকু পিঙ্কি
রুদ্রপ্রয়াগ: লড়াকু মহিলাদের নিয়ে আমরা অনেক গল্প শুনেছি৷ তবে পিঙ্কির যুদ্ধটা একটু অন্যরকম৷ কারণ শুধু বাইরের পরিস্থিতি নয়, দুই সন্তানকে নিয়ে তিনি নিজের সঙ্গেও যুদ্ধ চালাচ্ছেন৷ দুটি নয়, মাত্র একটি কিডনি নিয়েই বেঁচে আছেন তিনি৷ আবার কিডনি সংক্রান্ত বেশ কিছু সমস্যাতেও ভুগছেন উত্তরাখন্ডের পিঙ্কি গারোলা৷ সঙ্গে, দুই সন্তানকে মানুষও করছেন একা হাতে৷
মাত্র ২৭ বছর বয়সেই বহু প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে চলেছেন পিঙ্কি৷ অবশ্য, শুরু থেকে পরিস্থিতি এমনটা ছিল না৷ বিয়ের পরপর সবকিছু ঠিকই ছিল৷ পর পর দুই মেয়ের মা হলেন পিঙ্কি৷ কিন্তু জীবনের ছন্দ পাল্টালো কয়েক বছর আগে। হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন স্বামী। আচমকাই দুটি কিডনি নষ্ট হয়ে যায় ভুবনেশ গারোলার৷ সুস্থ করে তুলতে নিজের একটি কিডনি স্বামীকে দিয়ে দেন পিঙ্কি৷ কিন্তু তাও শেষ রক্ষা হল না৷ কয়েকদিনের মধ্যে দুই সন্তান আর স্ত্রীকে ফেলে চলে গেলেন পিঙ্কি গারোলার স্বামী৷ এরপরই পুরো পরিবারের দায়িত্ব একা পিঙ্কির কাঁধে৷
advertisement
advertisement
নেই একটি কিডনি। শারীরিক অসুস্থতা তাই লেগেই থাকে পিঙ্কির৷ চিকিৎসার জন্য ছুটতে হয় দেরাদুন৷ কিন্তু তার মাঝেও পরিবারের ওপর নিজের সমস্ত দায়িত্ব পালন করে চলেছেন পিঙ্কি৷ দুই মেয়ের সঙ্গে তাঁর বয়স্ক শ্বশুর মশাইও তাঁরই দায়িত্বে যে! হার মানলে চলবে কী করে? শ্বশুর মশাইয়ের ছোট্ট দোকান। ব্যবসার পথ বেছে নিয়েছেন পিঙ্কিও৷ বাড়িতেই নিজের দোকান খুলেছেন৷ মহিলাদের সাজগোজের সরঞ্জামের পাশাপাশি ঝাড়বাতি-সহ গৃহস্থালির টুকিটাকি নিয়ে দোকান চালাচ্ছেন পিঙ্কি৷
advertisement
সঙ্গে ম্যাক্রেম সুতো দিয়ে ঝুড়ি, গণেশ, ঝাড়বাতি, তোড়া তৈরির কাজও করেন পিঙ্কি৷ প্রায় দু-তিন বছর ধরে এই কাজ করে আসছেন পিঙ্কি৷ এমনকি গ্রামের ৫-৬ জন মেয়েকে ম্যাক্রমের কাজও শিখিয়েছেন পিঙ্কি নিজে৷
কীভাবে নিজে একাই শিখলেন এই ম্যাক্রেম সুতোর কাজ? পিঙ্কি বললেন তিনি শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখে ম্যাক্রামের কাজ শিখেছেন৷ দু'চোখে একটাই স্বপ্ন পিঙ্কির, দুই মেয়েকে উচ্চশিক্ষিত করে তুলতে চান এই লড়াকু মা৷ অসুস্থতাকে বুড়ো আঙুল দেখিয়ে অদম্য জেদ আর স্বপ্ন নিয়েই তাই এগিয়ে চলছেন এই একরোখা নারী।
বাংলা খবর/ খবর/দেশ/
স্বামীকে দিয়েছেন নিজের কিডনি! অসুস্থতাকে সঙ্গী করেই এগোচ্ছেন লড়াকু পিঙ্কি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement