আরও পড়ুন: আকাশ কাঁপিয়ে ধেয়ে আসছে …! ২৪ ঘণ্টায় রাজ্যে রাজ্যে তুমুল ভারী বৃষ্টি- বজ্রপাত
তেলেঙ্গনার গাভারান্নাপেট গ্রামে ১৯ বছরের এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগ, নাবালিকার বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে সে বাড়িতে ঢোকে। যখন সেই নাবালিকা সাহায্যের জন্য কান্নাকাটি শুরু করে তখন পাড়া প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। এসেই অভিযুক্তকে মারতে শুরু করেন তাঁরা, খবর পেয়েই সেখানে ছুটে আসে পুলিশ। কিন্তু, তাঁরা জনতাকে প্রথমে শান্ত করতে পারে নি। ক্ষিপ্ত জনতা অভিযুক্তের বাড়ি এবং গাড়িতে আগুন লাগিয়ে দেয়। কোনওমতে অভিযুক্তের সম্পত্তি রক্ষা করে শেষে জনতাকে শান্ত করতে সক্ষম হয়।
advertisement
আরও পড়ুন: আগামিদিনে ভারতীয় জনতা পার্টিরও বিকল্প থাকবে না,চ্যালেঞ্জ ত্রিপুরার মুখ্যমন্ত্রী
নাবালিকার পরিবার এবংস্থানীয়দের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধৃতের বিরুদ্ধে চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস (পসকো) ধারা ছাড়াও আরও বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে।