Tripura News: আগামিদিনে ভারতীয় জনতা পার্টিরও বিকল্প থাকবে না,চ্যালেঞ্জ ত্রিপুরার মুখ্যমন্ত্রী
- Published by:Debolina Adhikari
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
কুসংস্কার ছড়ানো নিয়ে সিপিএম ও কংগ্রেসের ভূমিকায় তীব্র সমালোচনা মুখ্যমন্ত্রী মাণিক সাহার
‘‘রক্তের যেমন কোন বিকল্প হয় না, তেমনি আগামী দিনে ভারতীয় জনতা পার্টিরও কোন বিকল্প থাকবে না। ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’ এই দলের অন্যতম লক্ষ্য।’’ এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা৷
আয়োজিত এক সভায় তিনি বক্তব্য রাখেন, সেখানে তিনি ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন ডাবল ইঞ্জিন সরকারের ভূয়ষী প্রশংসা করেছেন। এর পাশাপাশি কুসংস্কার ছড়ানো প্রসঙ্গে সিপিএম ও কংগ্রেসের ভূমিকার তীব্র নিন্দা করেন তিনি।
advertisement
তিনি বলেন, ‘‘এমন একটা সময় আসবে যখন বিজেপির কোনও বিকল্প থাকবে না। কারণ আমাদের দল সর্বদা মানুষের জন্য এবং উন্নয়নের জন্য কাজ করে। গত ৩৫ বছর ধরে সিপিএম-এর শাসন আমাদের কুসংস্কার দিয়েছে। আর কংগ্রেসও সেটা ছড়িয়ে দিয়েছে।’’
advertisement
তিনি কারণেই বিরোধী দল আজ জনভিত্তি হারিয়েছে৷ তিনি তাঁর বক্তব্যে আরও বলেন, ‘‘ভারতীয় জনতা পার্টির সদস্য সংখ্যা এখন প্রায় ৬ লক্ষ। আমরা রাস্তায় নামলে বাকিদের দেখা মিলবে না।’’
তিনি আরও বলেন ত্রিপুরার সাম্প্রতিক বন্যার সময় প্রতিটি বিজেপি কর্মী, বিধায়ক এবং মন্ত্রী মানুষকে সাহায্য করার জন্য তাদের পাশে ছিলেন। তাঁর অভিযোগ কোনও বিরোধীর দেখা মেলেনি৷
advertisement
তিনি আরও জানান, ‘‘পরিস্থিতি থেকে উত্তরণের পর বিরোধীরা বেরিয়ে এসে আমাদের দোষারোপ করতে শুরু করে। কোভিডের সময়ও তারা একই কাজ করেছিল। এই রাজ্য সিপিএম ও কংগ্রেস জামানায় ব্যাপক সহিংসতা প্রত্যক্ষ করেছে। কিন্তু আমাদের সরকার সবসময়ই রাজ্যের উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে।’’
মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্থানীয়দের জন্য ভোকাল ফর লোকাল এর উপর গুরুত্ব তুলে ধরেছেন। সেই কারণেই বিদেশের বাজারে ত্রিপুরার পণ্যের কদর বেড়েছে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের নেতৃত্ব।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 30, 2024 11:47 AM IST