মালদা টাউন স্টেশনে সাপ্তাহিক এই রাজধানী এক্সপ্রেস- এর ফ্ল্যাগ অফ করেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু, মালদহের ডিআরএম বিকাশ চৌবে, ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরী, মালদহ বিধানসভার বিজেপি বিধায়ক গোপাল সাহা প্রমুখ।
এই ট্রেনে দুপুরে মালদা থেকে রওনা হয়ে পরদিন সকাল ১১ টার আগেই পৌঁছে যাওয়া যাবে দেশের রাজধানী দিল্লিতে। মাত্র ১৯ ঘণ্টার কিছু বেশি সময়ে মালদা থেকে তেজস রাজধানী পৌঁছবে দিল্লি। এরফলে মালদা ছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদ জেলার যাত্রীরাও উপকৃত হবেন।
advertisement
তেজস রাজধানী এক্সপ্রেস ২০টি কোচ রয়েছে। প্রথম শ্রেণীর পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শীততাপ নিয়ন্ত্রিত কামরা রয়েছে এই ট্রেনে। আপাতত প্রতি মঙ্গলবার চলবে সাপ্তাহিক এই তেজস রাজধানী এক্সপ্রেস।
আরও পড়ুন: ‘প্রতারণা’ মামলায় বড় ধাক্কা নুসরতের! আবেদনে মিলল না সাড়া, কড়া অবস্থান আদালতের
রেল সূত্রে জানা গিয়েছে, মালদহের যাত্রীদের জন্য ৫৪টি আসন সংরক্ষিত থাকছে। উল্লেখ্য, এর আগে বন্দেভারত এবং অমৃত ভারত এক্সপ্রেস মালদা স্টেশন হয়ে চালু হয়েছে। এরপর রাজধানী এক্সপ্রেস ট্রেন পাওয়ার ফলে মালদহ স্টেশনের গুরুত্ব আরও বাড়ল বলে মনে করছেন রেলকর্তারা।
এদিকে মালদা থেকে স্বল্প সময়ে দিল্লিতে যাওয়ার সরাসরি ট্রেন পাওয়ায় খুশি রেল যাত্রীরাও। জানা গিয়েছে এই ট্রেনে বিভিন্ন শ্রেণীতে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা মাথাপিছু ভাড়ায় পৌঁছে যাওয়া যাবে দিল্লিতে।
আরও পড়ুন: ‘ইন্ডিয়া’ জোটে শান! জ্যোতি বসু স্মরণে রাজ্যে আসছেন নীতীশ কুমার, পাশেই থাকবেন সেলিম-বিমান
মালদহের ডিভিশনাল রেল ম্যানেজার বিকাশ চৌবে বলেন, এতদিন মালদহের যাত্রীরা অনেকেই বিহারের কাটিহার হয়ে অথবা কলকাতা হয়ে ঘুরপথে রাজধানী এক্সপ্রেসে দিল্লিতে যেতেন। আবার ফারাক্কা এক্সপ্রেসের মতো মালদা থেকে দিল্লি যাওয়ার ট্রেনে সময় লাগতো অনেক বেশি প্রায় ৩৩ ঘণ্টা। সরাসরি রাজধানী পাওয়াতে যাত্রীদের অনেক সুবিধা হবে।