Jyoti Basu: ‘ইন্ডিয়া’ জোটে শান! জ্যোতি বসু স্মরণে রাজ্যে আসছেন নীতীশ কুমার, পাশেই থাকবেন সেলিম-বিমান

Last Updated:

আগামী লোকসভা নির্বাচনেও ইন্ডিয়া জোটের এই দুই শরিকের মধ্যে লড়াই হতে চলেছে৷ ফলাফল যাই হোক না কেনও প্রচারের সময় স্বাভাবিক ভাবে একে অপরের বিরুদ্ধে শব্দাস্ত্রে ধার দেবে। এই পরিস্থিতিতে নিজেদের মঞ্চে দাঁড় করিয়ে বার্তা দিতে চাইছে সিপিএম। আবার সেই মঞ্চ ব্যবহার করে নীতীশ কুমার কী বার্তা দেন সে দিকেও তাকিয়ে আছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ।

কলকাতা: লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে আসছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেখানেই সিপিএমের শীর্ষ নেতৃত্বেরর সঙ্গে তাঁকে দেখা যাবে একই মঞ্চে। আগামী ১৭ জানুয়ারি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণ দিবস। সেদিন জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের পক্ষ থেকে এক কর্মসূচির আয়োজন করা হয়েছে। যেখানে উপস্থিত থাকার কথা কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর। সেই কর্মসূচিতেই আমন্ত্রণ জানানো হয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে। বিহারের মুখ্যমন্ত্রীর দফতরের তরফেও সবুজ সংকেত মিলেছে বলে দলীয় সূত্রে খবর।
কেনও নীতীশ কুমার কেই আমন্ত্রণ জানানো হয়েছে? দলের তরফে মহম্মদ সেলিম ব্যাখ্যা দিয়ে বলেছেন, “জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকাকালীন নীতীশ কুমার রাজনীতির আকাশে উত্থাপন। জ্যোতি বসুর সঙ্গে নীতীশের সখ্যতাইও ছিল। তাই এই রকম একটা কর্মসূচিতে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে।” যদিও রাজনৈতিক মহল এর পিছনে অন্য গন্ধ পাচ্ছে।
আরও পড়ুন: কাঁপিয়ে দিচ্ছে কনকনে ঠান্ডা.. রাজ্যে জারি কোল্ড ওয়েভ অ্যালার্ট! তারপরেই বৃষ্টিতে ভিজবে কলকাতা..কবে?
তাঁরা মনে করেন, বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোট গঠনে নীতীশ কুমারের বড় ভূমিকা ছিল ৷ সেই জোটে নীতীশের জেডিইউ-এর সঙ্গে যেমন বামেরা রয়েছে, তেমনই রয়েছে তৃণমূল কংগ্রেস ৷ নীতীশের সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সখ্যতা থাকলেও বাংলায় বাম ও তৃণমূলের সম্পর্ক প্রতিপক্ষের।
advertisement
advertisement
আগামী লোকসভা নির্বাচনেও ইন্ডিয়া জোটের এই দুই শরিকের মধ্যে লড়াই হতে চলেছে৷ ফলাফল যাই হোক না কেনও প্রচারের সময় স্বাভাবিক ভাবে একে অপরের বিরুদ্ধে শব্দাস্ত্রে ধার দেবে। এই পরিস্থিতিতে নিজেদের মঞ্চে দাঁড় করিয়ে বার্তা দিতে চাইছে সিপিএম। আবার সেই মঞ্চ ব্যবহার করে নীতীশ কুমার কী বার্তা দেন সে দিকেও তাকিয়ে আছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ।
advertisement
আরও পড়ুন: বিলকিস ইস্যুতে এবার ময়দানে তৃণমূল কংগ্রেস, বিজেপি-কে তুমুল আক্রমণ চন্দ্রিমার
উল্লেখ্য, ২০১০ সালে জ্যোতি বসু সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের জন্য রাজারহাটে পাঁচ একর জমি দিয়েছিল হিডকো ৷ কিন্তু ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর আটকে যায় জমি হস্তান্তর প্রক্রিয়া ৷ এনিয়ে সিপিআইএমের তরফে রাজ্য সরকারের কাছে একাধিকবার আবেদন করা হয় ৷ বহু টালবাহানার পর জ্যোতি বসু সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের জন্য রাজারহাটে বরাদ্দ পাঁচ একর জমি হস্তান্তর করে রাজ্য সরকার ৷ সিপিআইএম নেতা রবীন দেবের হাতে জমির প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয়৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jyoti Basu: ‘ইন্ডিয়া’ জোটে শান! জ্যোতি বসু স্মরণে রাজ্যে আসছেন নীতীশ কুমার, পাশেই থাকবেন সেলিম-বিমান
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement