Nusrat Jahan ED: ‘প্রতারণা’ মামলায় বড় ধাক্কা নুসরতের! আবেদনে মিলল না সাড়া, কড়া অবস্থান আদালতের
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
গত বছরেই এই অভিনেত্রী সাংসদের বিরুদ্ধে ফ্ল্যাট দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ তুলে ইডির কাছে সরাসরি অভিযোগ জানিয়েছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা৷
কলকাতা: ফ্ল্যাট প্রতারণা মামলায় আদালতে ‘ধাক্কা’ খেলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান৷ তাঁকে সশরীরে আদালতে হাজিরা দেওয়ার জন্য নিম্ন আদালতের নির্দেশই বহাল রাখল আলিপুর জজ কোর্ট৷ এদিন নুসরতের আবেদন খারিজ করে আদালতের তরফে জানানো হয়, নিম্ন আদালতের নির্দেশ মতো আদালতে সশরীরে হাজিরা দিতে হবে নুসরতকে৷
প্রসঙ্গত, গত বছর মামলার শুনানি পর্বের শুরুতে নিম্ন আদালত নুসরতকে আদালতে হাজিরা দিতে এবং বন্ড জমা দিতে নির্দেশ দিয়েছিল৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে জজ কোর্টে উচ্চ আদালতে আবেদন করেছিলেন নুসরত৷ সেই মামলার শুনানিতে নিম্ন আদালত অর্থাৎ, আলিপুর কোর্টের নির্দেশ বহাল রাখা হল এদিন।
আরও পড়ুন: ‘ইন্ডিয়া’ জোটে শান! জ্যোতি বসু স্মরণে রাজ্যে আসছেন নীতীশ কুমার, পাশেই থাকবেন সেলিম-বিমান
গত বছরেই এই অভিনেত্রী সাংসদের বিরুদ্ধে ফ্ল্যাট দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ তুলে ইডির কাছে সরাসরি অভিযোগ জানিয়েছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা৷ তিনি দাবি করেছিলেন, ২০১৪-১৫ সালে প্রবীণ নাগরিকদের ফ্ল্যাট দেওয়ার নামে প্রায় ৪০০ জনের কাছ থেকে অগ্রিম ৫ লক্ষ টাকা নিয়েছিল একটি সংস্থা৷ সেই সময় ওই সংস্থার অন্যতম ডিরেক্টরের পদে ছিলেন নুসরত৷ অভিযোগ, এর পর ওই প্রবীণ নাগরিকেরা ফ্ল্যাটও পাননি, ফেরত দেওয়া হয়নি টাকাও?
advertisement
advertisement
আরও পড়ুন: কাঁপিয়ে দিচ্ছে কনকনে ঠান্ডা.. রাজ্যে জারি কোল্ড ওয়েভ অ্যালার্ট! তারপরেই বৃষ্টিতে ভিজবে কলকাতা..কবে?
গত সেপ্টেম্বর মাসে সিজিও কমপ্লেক্সে নুসরতকে প্রায় সাড়ে ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তবে ওই ঘটনার পর পরই কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক ডেকে নুসরত জানান, অভিযোগ যখন করা হয়েছে, তার অনেক আগেই তিনি সংশ্লিষ্ট সংস্থা ছেড়ে দিয়েছিলেন। এ ছাড়াও, তিনি জানান যে, কয়েক কোটি টাকা তিনি সংশ্লিষ্ট কোম্পানি থেকে ঋণ নিয়েছিলেন। সেই ঋণের টাকা তিনি কড়ায়-গণ্ডায় শোধ করে দিয়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
January 16, 2024 8:09 PM IST