TRENDING:

টার্গেট ২০২৪! এবার লোকসভা নির্বাচনে ঝাঁপাবে অরবিন্দ কেজরিওয়ালের আপ

Last Updated:

Target 2024: একাধিক রাজ্যে নির্বাচনে ভাল ফল করায় জাতীয় দল হয়ে উঠেছে তারা। ফলে স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনে ভাল করতে মরিয়া ঝাড়ু শিবির। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে লোকসভায় তাদের কোনও সাংসদ নেই। আগামী ১৮ ডিসেম্বর বৈঠকে বসছে আম আদমি পার্টির জাতীয় পরিষদ। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : পঞ্জাব, গুজরাতের মত রাজ্যে সাফল্য পাওয়ার পর দিল্লি পুর নিগমের ভোটে জয় পেয়েছে আম আদমি পার্টি। এবার তাদের লক্ষ্য ২০২৪ লোকসভা নির্বাচন। একাধিক রাজ্যে নির্বাচনে ভাল ফল করায় জাতীয় দল হয়ে উঠেছে তারা। ফলে স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনে ভাল করতে মরিয়া ঝাড়ু শিবির। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে লোকসভায় তাদের কোনও সাংসদ নেই। আগামী ১৮ ডিসেম্বর বৈঠকে বসছে আম আদমি পার্টির জাতীয় পরিষদ। সূত্রের খবর, লোকসভা নির্বাচনের কৌশল এবং দলের অবস্থান নিয়ে আলোচনা হবে বৈঠকে। উপস্থিত থাকবেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
লক্ষ্য ২০২৪ লোকসভা নির্বাচন
লক্ষ্য ২০২৪ লোকসভা নির্বাচন
advertisement

দিল্লি পুর নিগমের ভোটে আপ-এর ঝুলিতে যায় ১৩৪টি ওয়ার্ড। ১০৪-এই থমকে যায় বিজেপি। আর অন্যদিকে, ১০-এর কোটাও পেরতে পারেনি কংগ্রেস। অন্যান্য ৩। আপ-এর ম্যাজিক ফিগার ছোঁয়ার খবর সামনে আসতেই নিজের বাসভবন থেকে বেরিয়ে দলীয় কার্যালয়ের উদ্দেশে রওনা দেন আম আদমি পার্টির মুখ্য আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তারপরে তিনি কার্যালয়ে পৌঁছতেই নতুন করে উ‍ৎসবে মাতেন আপ-এর নেতাকর্মীরা।

advertisement

আরও পড়ুন: শীত শীত সন্ধেয় ধোঁয়া ওঠা কফি? কিন্তু কফি নিয়ে এই 'ভুল' ধারণা মনে পুষছেন না তো? আজই ত্যাগ করুন

প্রথমে এই জয়ের কারিগর হিসাবে নিজের দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান কেজরি। তাঁর পাশে তখন দাঁড়িয়ে আপ-এর অন্যতম দুই প্রধান মুখ মণীশ সিসোদিয়া এবং ভগবন্ত সিং মান। কর্মী সমর্থকদের সামনে মঞ্চে দাঁড়িয়ে কেজরি বলেন, "যাঁরা জিতেছেন, তাঁদের অভিনন্দন। কিন্তু, যাঁরা পরাজিত হয়েছেন তাঁরা মনখারাপ করবেন না। আপনাদের সঙ্গে নিয়েই আমরা আরও উন্নততর দিল্লি গড়ে তুলব।"

advertisement

এর পরেই যাঁরা এমসিডি নির্বাচনে আম আদমি পার্টিকে ভোট দিয়েছেন তাঁদের উদ্দেশে কেজরির বার্তা, "যাঁরা আমাদের ভোট দিয়েছেন, তাঁদের ধন্যবাদ। আর যাঁরা দেননি, জানবেন আপনাদের কাজ সবার আগে হবে।" জয়ের ইঙ্গিত সামনে আসার পর থেকেই বিজেপির দিকে একের পর এক কটাক্ষ ছুড়ে দিতে থাকেন আপ নেতারা।

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া যেমন ট্যুইট করেন, "আম আদমি পার্টির উপরে ভরসা রাখার জন্য আমরা সাধারণ মানুষের কাছে কৃতজ্ঞ। বিশ্বের সবচেয়ে বড় নেগেটিভ দলকে হঠিয়ে তাঁরা অরবিন্দজির অধ্যাবসায়কে স্বীকৃতি দিয়েছেন।" বিজেপি-কে অহঙ্কারী দল হিসাবে কটাক্ষ করেন অপর এক আপ নেতা স‍ঞ্জয় সিং।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

রাজীব চক্রবর্তী

বাংলা খবর/ খবর/দেশ/
টার্গেট ২০২৪! এবার লোকসভা নির্বাচনে ঝাঁপাবে অরবিন্দ কেজরিওয়ালের আপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল