TRENDING:

স্কুলের শৌচালয়ে সন্তান প্রসব নবম শ্রেণীর ছাত্রীর, নিজের কলম দিয়ে কাটল সদ্যোজাতর আম্বিলিক্যাল কর্ড

Last Updated:

Birth at School Toilet : স্কুলের শৌচালয়ে গিয়ে সে সন্তানের জন্ম দেয় ৷ এই ঘটনায় সকলে হতবাক ৷ নাবালিকাকে গর্ভবতী কে করল, তার খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাড্ডালোর : সরকারি স্কুলের শৌচালয়ের কাছে পাওয়া গিয়েছিল সদ্যোজাতের দেহ ৷ বৃহস্পতিবার এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় তামিলনাড়ুর কাড্ডালোর জেলার চিদম্বরম শহরে ৷ ঘটনার চার দিন পর পুলিশি তদন্তে জানা গেল সদ্যোজাতর জন্ম দিয়েছিল ওই স্কুলেরই একাদশ শ্রেণীর এক ছাত্রী ৷ পুলিশের দাবি, জেরায় ওই কিশোরী স্বীকারও করেছে এ কথা ৷ জানিয়েছে ক্লাস চলার সময়েই তার প্রসববেদনা উঠেছিল ৷ এর পর স্কুলের শৌচালয়ে গিয়ে সে সন্তানের জন্ম দেয় ৷ এই ঘটনায় সকলে হতবাক ৷ নাবালিকাকে গর্ভবতী কে করল, তার খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ ৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে জেরায় ওই ষোড়শী আরও জানিয়েছে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর সে নিজের কলম দিয়েই কেটে ফেলে তার আম্বিলিক্যাল কর্ড ৷ পুলিশের ধারণা, প্রসবের সময় অনবধানতার জন্যই সদ্যোজাত শিশু মারা যায় ৷ তবে ওই ছাত্রী পুলিশকে জানিয়েছে সে মৃত সন্তান প্রসব করেছে ৷ যদিও পুলিশ মনে করে, প্রসবকালীন সাহায্য পেলে হয়তো সদ্যোজাতকে বাঁচানো যেত ৷

advertisement

আরও পড়ুন : মেট্রো স্টেশনেই ডায়াগনস্টিক সেন্টার, সময় বাঁচাতে আসা যাওয়ার পথে করিয়ে নিন দরকারি পরীক্ষা

তদন্তে ছাত্রী স্বীকার করেছে স্কুলের শৌচালয়ের কাছে উদ্ধার হওয়া মৃত সদ্যোজাত সে-ই প্রসব করেছে ৷ সে যে অন্তঃসত্ত্বা, এ কথা তার পরিবারের কেই জানত না বলে দাবি তার ৷ ঘটনায় জড়িত থাকার সন্দেহে কিশোরীর আত্মীয়-সহ কয়েক জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ ৷ তবে সদ্যোজাতর জন্মদাতার কোনও খোঁজ পাওয়া যায়নি এখনও৷

advertisement

আরও পড়ুন :  সাইরাস মিস্ত্রির শেষকৃত্যে যোগ দেন রতন টাটার সৎ মা ৯২ বছর বয়সি প্রবীণা সিমোন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ষোল বছর বয়সি ওই কিশোরী আপাতত হাসপাতালে চিকিৎসাধীন ৷ তার শারীরিক বা মানসিক কোনও আঘাত আছে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি ৷

বাংলা খবর/ খবর/দেশ/
স্কুলের শৌচালয়ে সন্তান প্রসব নবম শ্রেণীর ছাত্রীর, নিজের কলম দিয়ে কাটল সদ্যোজাতর আম্বিলিক্যাল কর্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল