TRENDING:

Driver revives monkey : মুখে মুখ লাগিয়ে অক্সিজেন যোগান, বুকে ক্রমাগত পাম্প, মৃতপ্রায় বাঁদরছানাকে বাঁচিয়ে নন্দিত গাড়িচালক

Last Updated:

Driver revives monkey :মানবিক এই আচরণে নেটদুনিয়ার হৃদয় জয় করেছেন তরুণ ওই গাড়িচালক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কুন্নম : মৃত্যুপথযাত্রী বাঁদরছানাকে নতুন জীবন দিয়ে সামাজিক মাধ্যমের চোখের মণি তামিলনাড়ুর  বাসিন্দা এক গাড়িচালক৷ ভাইরাল হয়ে পড়েছে তাঁর ভিডিও৷ সেখানে দেখা যাচ্ছে ‘সিপিআর’ বা কার্ডিওপালমোনারি রিসাসসিটেশন করে বাঁদরকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন (Driver revives monkey through CPR)৷ ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক সাংবাদিক ভিডিওটি ট্যুইট করেছেন৷ সেখানে দেখা যাচ্ছে আহত প্রাণীটির বুকে পাম্প করে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন ওই চালক (Tamil Nadu car driver gets praised and has become viral after giving a new life to a monkey)৷ প্রাণীটিকে হাঁ করিয়ে ‘মাউথ টু মাউথ রিসাসসিটেশন’ চালিয়ে যাচ্ছেন হার-না-মানা যুবক৷ ভিডিওর শেষে হাসি ফুটছে তাঁর মুখে ৷ কিছুটা সুস্থ করে তুলে বাঁদরটিকে নিয়ে যাওয়া হচ্ছে পশু হাসপাতালে৷ মানবিক এই আচরণে নেটদুনিয়ার হৃদয় জয় করেছেন তরুণ ওই গাড়িচালক৷
advertisement

আরও পড়ুন : পথকুকুর থেকে ‘মিলিয়ন ডলারের মাঞ্চকিন’, পোষ্যর সঙ্গে বড়দিন কাটাতে আস্ত প্রাইভেট বিমান ভাড়া জুটির

‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, এই তরুণের নাম এম প্রভু৷ পেরাম্বালুর এলাকার কুন্নমের বাসিন্দা তিনি৷ সংবাদমাধ্যমকে প্রভু জানিয়েছেন পথের কুকুররা বাঁদরটিকে তাড়া করে কামড়ে দেয়৷ নিজেকে বাঁচাতে প্রাণীটি কোনওমতে গাছে উঠে পড়ে৷ গাছ থেকে তাকে অচৈতন্য অবস্থায় নামিয়ে আনেন প্রভু৷ তাঁর সঙ্গে ছিল বন্ধুর দ্বিচক্রযান৷ তাতেই আহত অচৈতন্য বাঁদরটিকে নিয়ে পশু হাসপাতালের পথে রওনা দেন দুই বন্ধু৷

advertisement

আরও পড়ুন : বাড়িভাড়া মেটাতে না পেরে রাস্তায় পোহা ও আলু বোন্ডা বিক্রি সত্তরোর্ধ্ব দম্পতির, আর্দ্র নেটিজেনদের হৃদয়

কিন্তু পথে যেতে যেতে প্রভুর মনে হয়, বাঁদরটির নাড়ির গতি কমে আসছে৷ সেই মুহূর্তে কাজে লাগে অতীতে শেখা একটি ফার্স্ট এইড ট্রেনিং-এর কোর্স৷ সঙ্গে সঙ্গে বাঁদরটির হার্ট পাম্প করতে শুরু করেন প্রভু৷ তার মুখে মুখ লাগিয়ে অক্সিজেনের যোগান দেওয়ার চেষ্টা করেন৷ কিছু ক্ষণ পর বাঁদরটির হৃদস্পন্দন আবার শোনা যায়৷ এর পর তাকে দ্রুত পশু হাসপাতালে নিয়ে যান প্রভু৷ সেখানে সম্পন্ন হয় চিকিৎসার বাকি পর্ব৷ টিকাও দেওয়া হয় প্রাণীটিকে৷ পরবর্তীতে বাঁদরটিকে তুলে দেওয়া হয় বন দফতরের কর্মীদের হাতে৷

advertisement

আরও পড়ুন :  ক্যানসারের সঙ্গে লড়াই করার মাঝেই আইস স্কেটিং করে তাক লাগিয়ে দিলেন ৭৭ বছরের বয়সি বৃদ্ধ, ভাইরাল সেই ভিডিও

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অবলা জীবের জন্য গাড়িচালক প্রভুর এই আপ্রাণ লড়াইয়ে মুগ্ধ নেটিজেনরা৷ তাঁদের প্রশংসা ও উচ্ছ্বাসে সামাজিক মাধ্যমে প্রভু এখন নন্দিত এবং বন্দিত৷

বাংলা খবর/ খবর/দেশ/
Driver revives monkey : মুখে মুখ লাগিয়ে অক্সিজেন যোগান, বুকে ক্রমাগত পাম্প, মৃতপ্রায় বাঁদরছানাকে বাঁচিয়ে নন্দিত গাড়িচালক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল