Viral : Nagpur Couple: বাড়িভাড়া মেটাতে না পেরে রাস্তায় পোহা ও আলু বোন্ডা বিক্রি সত্তরোর্ধ্ব দম্পতির, আর্দ্র নেটিজেনদের হৃদয়
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
সত্তরোর্ধ্ব এই দম্পতিকে দেখে, তাঁদের লড়াইয়ের আখ্যানে আর্দ্র নেটিজেনদের হৃদয় (viral in internet)
নাগপুর : পোহা আর আলু বোন্ডা বিক্রি করেই তাঁদের দিন কাটে৷ নাগপুরের এক প্রৌঢ় দম্পতির (Nagpur elderly couple)কথা প্রকাশিত হয়েছে ইন্টারনেটে৷ নাগপুরের রাজপথে সত্তরোর্ধ্ব এই দম্পতিকে দেখে, তাঁদের লড়াইয়ের আখ্যানে আর্দ্র নেটিজেনদের হৃদয় (viral in internet)৷
ব্লগার বিবেক এবং আয়েষা এই তাঁদের কথা তুলে ধরেছেন ইনস্টাগ্রামে৷ জানিয়েছেন, ওই বৃদ্ধ দম্পতি বাড়িভাড়া মেটাতে পারছিলেন না৷ তাই বাধ্য হয়ে নাগপুরের রাস্তা টারি পোহা ও আলু বোন্ডা (tarri poha and aloo bonda) বিক্রি করেন৷ তাঁদের তৈরি পোহার দাম মাত্র ১০ টাকা৷ আলু বোন্ডা বিক্রি করেন ১৫ টাকায়৷
আরও পড়ুন : নিজের মনে জাল বুনছে তীব্র বিষাক্ত ব্ল্যাক উইডো! ভিডিও দেখে শিহরিত নেটদুনিয়া
চার বছর আগে তাঁদের খাবারের দোকান শুরু করেছেন এই বৃদ্ধ দম্পতি৷ রাত থাকতেই উঠে পড়েন বৃদ্ধ ও বৃদ্ধা৷ তার পর সব যোগাড় করে দোকান শুরু করেন ভোর পাঁচটায়৷
advertisement
advertisement
এক সপ্তাহ আগে তাঁদের কথা শেয়ার করা হয়েছে৷ ইতিমধ্যেই দম্পতির সংগ্রামকাহিনি ইন্টারনেটে ভাইরাল৷ ইনস্টাগ্রামে ভিউজ পেরিয়েছে ১১ মিলিয়ন৷ সারা দেশ থেকে এসেছে অসংখ্য মন্তব্য ও অভিনন্দনবার্তা৷ এক জন নেটিজেন লিখেছেন, ‘‘ওঁদের মুখে হাসি থাকুক৷ আমি আশা করি সাধারণ মানুষ এ বার ধর্মস্থানে টাকা দেওয়া বন্ধ করে কঠোর পরিশ্রমী মানুষকে সাহায্য করবে৷’’ আর এক জন নেটিজেন জানিয়েছেন তিনি ওই বৃদ্ধ দম্পতির কাছে টারি পোহা খেয়েছেন৷ খাবারের স্বাদ অপূর্ব বলেও জানান তিনি৷
advertisement
আরও পড়ুন : সদ্য কেনা সোফাসেট থেকে উদ্ধার ৫ ফুট দৈর্ঘ্যের সাপ! চক্ষু চড়কগাছ ক্রেতার
সামাজিক মাধ্যমে এর আগে প্রকাশিত হয়েছিল ‘বাবা কা ধাবা’-র আখ্যান৷ তাঁদের সামনে নতুন দিশা খুলে দিয়েছিল সামাজিক মাধ্যম৷ এখানেই শেষ নয়৷ আগ্রার নবতিপর কাঞ্জি বড়া বিক্রেতার সংগ্রাম কাহিনিও ছুঁয়ে গিয়েছিল নেটিজেনদের মন৷ তাঁর দিকেও প্রসারিত হয়েছিল সাহায্যের হাত৷
advertisement
তাঁদের মতো নেটিজেনদের সাহায্যের হাত কি পৌঁছবে নাগপুরের প্রৌঢ় দম্পতির কাছেও?অপেক্ষায় ভার্চুয়াল দুনিয়া
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 09, 2021 2:25 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral : Nagpur Couple: বাড়িভাড়া মেটাতে না পেরে রাস্তায় পোহা ও আলু বোন্ডা বিক্রি সত্তরোর্ধ্ব দম্পতির, আর্দ্র নেটিজেনদের হৃদয়