TRENDING:

সমলিঙ্গে বিয়ের আইনি স্বীকৃতির আর্জি, মামলায় রায় সং‌রক্ষিত রাখল সুপ্রিম কোর্ট

Last Updated:

কেন্দ্রের তরফে সমলিঙ্গে বিয়ের আইনি স্বীকৃতির বিষয়ে জানানো হয়েছে এই ধরণের ‘স্পর্শকাতর বিষয়ে’ সিদ্ধান্ত গ্রহণের ভার আইনসভার দায়িত্বে দিয়ে  দেওয়ারই বাঞ্ছনীয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : সমলিঙ্গে বিয়ের আইনি স্বীকৃতির আর্জি সহ বেশ কয়েকটি আবেদনের মামলায় রায় আপাতত সং‌রক্ষিত রাখল সুপ্রিম কোর্ট। টানা ১০ দিন শুনানির পরে বৃহস্পতিবার শুনানি পর্বের শেষে শীর্ষ আদালত একথা জানিয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ-এর তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার ছা়ড়াও এই বিষয়ে মোট ৭টি রাজ্য সরকার তাদের অবস্থান জানিয়েছে। অসম, অন্ধ্রপ্রদেশ এবং রাজস্থান সরকার সমলিঙ্গে বিয়ের আইনি বৈধতা সংক্রান্ত আর্জির বিরোধিতা করেছে।
মলয় ঘটকের ইডির বিরুদ্ধে আবেদনের মামলা শুনানি
মলয় ঘটকের ইডির বিরুদ্ধে আবেদনের মামলা শুনানি
advertisement

কেন্দ্রের তরফে সমলিঙ্গে বিয়ের আইনি স্বীকৃতির বিষয়ে জানানো হয়েছে এই ধরণের ‘স্পর্শকাতর বিষয়ে’ সিদ্ধান্ত গ্রহণের ভার আইনসভার দায়িত্বে দিয়ে  দেওয়ারই বাঞ্ছনীয়। পাশাপাশি কেন্দ্রীয় সরকারে পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জানান হয় সমলিঙ্গে বিয়ের সঙ্গে যুক্ত সামাজিক সুয়োগসুবিধা সংক্রান্ত বেশ কয়েকটি বিষয খতিয়ে দেখার জন্য একটি অত্যন্ত উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা প্রয়োজন। যেমন দম্পতিদের ক্ষেত্রে ব্যাঙ্কের জয়েন্ট অ্যাকাউন্ট করার সুযোগ আছে। সমলিঙ্গে বিয়ের ক্ষেত্রে সেই সুবিধা কিভাবে বজায় রাখা যাবে তা খতিয়ে দেখবে ওই কমিটি।

advertisement

আরও পড়ুন: Big Win For Kejriwal: দিল্লি প্রশাসনের এক্তিয়ার কেজরিওয়ালদের, রায় সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চের

বুধবার এই মামলার শুনানিতে শীর্ষ আদালতের তরফে বলা হয়েছিল, ‘‘সমলিঙ্গে সম্পর্কে জড়িত কোনও ব্যক্তি যদি কোনও শিশুর দায়িত্ব নিতে চান সে ক্ষেত্রে আপাতত দেশের চালু আইনি ব্যবস্থার মধ্যে ওই সুযোগ পাওয়া যেতে পারে।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সমলিঙ্গে বিয়ের পক্ষে সওয়াল করা আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, দেশে বিবাহ সংক্রান্ত চালু আইনি পরিধির মধ্যে সমলিঙ্গে বিয়ের আইনগত স্বীকৃতি দেওয়া যেতে পারে। তার জবাবে বেঞ্চের তরফে প্রশ্ন করা হয়, তাহলে কি বিপরীত লিঙ্গে বিয়ের জন্য যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট চালু আছে তার মধ্যে সমলিঙ্গে বিয়ের স্বীকৃতি দিতে বলা হচ্ছে। তাবলে তো সমলিঙ্গ বিয়ে চালু করার জন্য এতদিনের স্বীকৃত ওই আইনকেই বাতিল করতে হয়, অবস্থান সাংবিধানিক বেঞ্চের।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
সমলিঙ্গে বিয়ের আইনি স্বীকৃতির আর্জি, মামলায় রায় সং‌রক্ষিত রাখল সুপ্রিম কোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল