TRENDING:

Supreme Court on West Bengal: বাংলায় ৩৫৫ ধারা জারি করতে রাষ্ট্রপতিকে নির্দেশ নয়, আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

Last Updated:

আজ পশ্চিমবঙ্গে ৩৫৫ ধারা জারির আবেদনের পাশাপাশি মুর্শিদাবাদের আক্রান্ত এলাকায় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করার নতুন আর্জি জানিয়ে মামলাকারীর পক্ষে শীর্ষ আদালতে মেনশন করেন আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: মুর্শিদাবাদের হিংসার ঘটনার প্রেক্ষিতে সংবিধানের ৩৫৫ ধারা জারি করার জন্য রাষ্ট্রপতিকে কোনওরকম নির্দেশ দিতে অস্বীকার সর্বোচ্চ আদালতের । রাষ্ট্রপতিকে এ নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার প্রেক্ষিতে বিচারপতি বি আর গাভাই-এর পর্যবেক্ষণ, ‘ইতিমধ্যেই আমাদের বিরুদ্ধে আইনসভার এক্তিয়ারে হস্তক্ষেপের অভিযোগ উঠছে।’
বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
advertisement

সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটির মাধ্যমে তদন্তের আবেদন জানিয়ে শীর্ষ আদালতে আগেই মামলা দায়ের করেছিলেন দেবদত্ত মাজিদ নামে জনৈক ব্যক্তি। এর পরও আজ পশ্চিমবঙ্গে ৩৫৫ ধারা জারির আবেদনের পাশাপাশি মুর্শিদাবাদের আক্রান্ত এলাকায় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করার নতুন আর্জি জানিয়ে মামলাকারীর পক্ষে শীর্ষ আদালতে মেনশন করেন আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন।

advertisement

আরও পড়ুন: বাংলায় রাষ্ট্রপতি শাসন চেয়ে মামলা! আর্জি শুনেই কী বললেন সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি?

নতুন এই আবেদনের দ্রুত শুনানির আর্জি জানিয়ে বিচারপতি বি আর গাভাই এবং অগাস্টিন জর্জ মসির এজলাসে মামলা মেনশন করেন আইনজীবী জৈন । কিন্তু সেই আবেদন তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণের সঙ্গে খারিজ করে দিয়েছে বিচারপতি বি আর গভাইয়ের বেঞ্চ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, তদন্তের আবেদনের প্রেক্ষিতে হওয়া মামলা আগামিকাল, মঙ্গলবার শুনানির জন্য তালিকাভুক্ত রয়েছে বলে খবর। আজ মুর্শিদাবাদ নিয়ে অন্য একটি মামলার শুনানি রয়েছে বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে।

বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court on West Bengal: বাংলায় ৩৫৫ ধারা জারি করতে রাষ্ট্রপতিকে নির্দেশ নয়, আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল