Supreme Court on President Rule in Bengal: বাংলায় রাষ্ট্রপতি শাসন চেয়ে মামলা! আর্জি শুনেই কী বললেন সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি?

Last Updated:

মুর্শিদাবাদ সহ রাজ্যের অন্যান্য কয়েকটি জায়গায় সাম্প্রতিক অশান্তির ঘটনার কথা উল্লেখ করে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন৷

বিচারব্যবস্থার উপরে আক্রমণে ক্ষুব্ধ সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই৷
বিচারব্যবস্থার উপরে আক্রমণে ক্ষুব্ধ সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই৷
নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের বিরুদ্ধে সংসদ এবং সরকারের কার্যনিবাহী ক্ষমতায় হস্তক্ষেপের অভিযোগ তোলা হচ্ছে৷ পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার আর্জি জানিয়ে দায়ের হওয়া মামলার শুনানি চলাকালীন এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট৷
সম্প্রতি তামিলনাড়ুর একটি মামলার রায় দিতে গিয়ে ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালত জানিয়ে দেয়, সংসদ অথবা বিধানসভায় পাস হওয়া কোনও বিল দ্বিতীয় বারের জন্য রাষ্ট্রপতি অথবা রাজ্যপালের কাছে এলে তাতে তিন মাসের মধ্যে সম্মতি দিতে হবে৷
advertisement
advertisement
সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরই রাখঢাক না করেই শীর্ষ আদালতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়৷ তিনি বলেন, দেশের রাষ্ট্রপতিকে শীর্ষ আদালত কোনও নির্দেশ দিতে পারে না৷ সুপ্রিম কোর্টের বিচারপতিরা সুপার পার্লামেন্টের ভূমিকা নিতে চাইছেন বলেও কটাক্ষ করেন ধনখড়৷ সুপ্রিম কোর্টের বিরুদ্ধে সরব হন বেশ কয়েকজন বিজেপি নেতাও৷
উপরাষ্ট্রপতি এবং বিজেপি নেতাদের এই ধরনের মন্তব্য যে শীর্ষ আদালত ভাল ভাবে নিচ্ছে না, এ দিন পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির মামলা চলাকালীন তা স্পষ্ট করে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই৷ আগামী মাসেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার কথা তাঁর৷
advertisement
মুর্শিদাবাদ সহ রাজ্যের অন্যান্য কয়েকটি জায়গায় সাম্প্রতিক অশান্তির ঘটনার কথা উল্লেখ করে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন৷ শীর্ষ আদালতে আর্জি জানিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গে সম্প্রতি যে হিংসাত্মক ঘটনাগুলি ঘটেছে আমি তা আদালতের গোচরে আনতে চাই৷
এই আর্জি শুনেই বিচারপতি বি আর গাভাই বলেন, ‘আপনি চাইছেন আমরা রাষ্ট্রপতি শাসনের নির্দেশ জারি করি? এমনিতেই আমাদের বিরুদ্ধে সংসদ এবং সরকারের কার্যনির্বাহী ক্ষমতায় হস্তক্ষেপের অভিযোগ উঠছে৷’ উপরাষ্ট্রপতির মন্তব্য যে শীর্ষ আদালত ভাল ভাবে নেয়নি, এ দিন সেকথাই বুঝিয়ে দিয়েছেন বিচারপতি গাভাই৷ বিচারব্যবস্থাকে আক্রমণ করে কেন্দ্রের শাসক দলের নেতাদের মন্তব্যের উপরে যে সুপ্রিম কোর্ট কড়া নজরদারি রাখছে, সম্ভবত তাও বুঝিয়ে দেওয়া হল৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court on President Rule in Bengal: বাংলায় রাষ্ট্রপতি শাসন চেয়ে মামলা! আর্জি শুনেই কী বললেন সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement