TRENDING:

Superstition in India: ৭ মাসের অসুস্থ মেয়েকে ঠিক করতে জলের ট্যাঙ্কিতে ফেলে দিল মা! অন্ধবিশ্বাস কেড়ে নিল শিশুর প্রাণ, জানুন পুরো ঘটনাটি

Last Updated:

Superstition in India: ঝাড়ফুঁকের নামে ৭ মাসের অসুস্থ মেয়েকে জলের ট্যাঙ্কে ফেলে দেন মা৷ এর ফলে শিশুটি মারা যায়। বাবা পুলিশের কাছে এফআইআর দায়ের করলে মাকে গ্রেপ্তার করা হয়। অন্ধবিশ্বাস কীভাবে প্রাণ কেড়ে নিল, জানতে পড়ুন বিস্তারিত...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দেরাদুন: বিজ্ঞান ও আধুনিক চিকিৎসার যুগেও অনেক মানুষ আজও ঝাড়ফুঁক ও তান্ত্রিক বিশ্বাসে আস্থা রাখেন। ভারতের উত্তরাখণ্ডের দেহরাদুন থেকে এমনই একটি হৃদয়বিদারক ঘটনা সামনে এসেছে। ৭ মাসের অসুস্থ শিশুকে সুস্থ করার জন্য এক মা ঝাড়ফুঁকের আশ্রয় নেন, আর সেই কারণেই শিশুটির মৃত্যু হয়।
৭ মাসের অসুস্থ মেয়েকে ঠিক করতে জলের ট্যাঙ্কিতে ফেলে দিল মা! অন্ধবিশ্বাস কেড়ে নিল শিশুর প্রাণ, জানুন পুরো ঘটনাটি
৭ মাসের অসুস্থ মেয়েকে ঠিক করতে জলের ট্যাঙ্কিতে ফেলে দিল মা! অন্ধবিশ্বাস কেড়ে নিল শিশুর প্রাণ, জানুন পুরো ঘটনাটি
advertisement

এই মর্মান্তিক ঘটনা ঘটেছে দেহরাদুনের সাহাসপুরের ধর্মাওয়ালা এলাকায়। অভিযোগ, শিশুকে তান্ত্রিক পদ্ধতিতে সুস্থ করতে গিয়ে মা-ই তাকে জলের ট্যাঙ্কিতে ফেলে দেন। এই ঘটনায় শিশুটির বাবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এবং পুলিশ অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুন: কথা বলার আগেই সামনে থেকে রেলওয়ে স্টেশনে মেয়ে ও বাবাকে গুলি! তারপরেই নিজের মাথায় বন্দুক লাগিয়ে…জানুন সেই ভয়ঙ্কর ঘটনাটি…

advertisement

কীভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা? বিকাশনগরের থানার এসএইচও ভাস্কর লাল শাহ জানিয়েছেন, ধর্মাওয়ালার বাসিন্দা মুন্তাজির তাঁর স্ত্রী সবিয়া এবং ৭ মাসের কন্যাসন্তান বুরিরার সঙ্গে বাড়িতেই ছিলেন। সকাল ৭:৩০ নাগাদ তিনি ঘুম থেকে উঠে দেখেন, তাঁদের মেয়ে বিছানায় নেই। অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে বাড়ির ছাদে থাকা জলের ট্যাঙ্কিতে শিশুটির নিথর দেহ পাওয়া যায়।

advertisement

তিনি স্ত্রীর কাছে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে সবিয়া ভয় পেয়ে যান। পরে তিনি স্বীকার করেন, মেয়েকে সুস্থ করার জন্য ঝাড়ফুঁকের সময় সে জলের ট্যাঙ্কিতে পড়ে যায়।

আরও পড়ুন: মর্মান্তিক, ট্রাফিক সিগন্যালে মাত্র ২ সেকেন্ড দেরি! হাসপাতাল থেকে বাড়ি ফেরা হল না দম্পতির, বাইককে পিষে দিল ট্রাক…

মুন্তাজির জানিয়েছেন, তাঁদের ৭ মাসের শিশুকন্যা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। বিভিন্ন চিকিৎসকের কাছে নিয়ে গেলেও সুস্থ হচ্ছিল না। এতে তাঁর স্ত্রী খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। এরপর তিনি বিভিন্ন ঝাড়ফুঁকের ওঝাদের কাছে যেতে শুরু করেন। তাঁকে তাবিজ ও কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়। সেই পরামর্শ মেনেই তিনি গভীর রাতে মেয়েকে ছাদে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করার চেষ্টা করছিলেন।

advertisement

অভিযুক্ত নারী জানান, গভীর রাতে তিনি পরিবারের সবার ঘুমিয়ে যাওয়ার পর শিশুটিকে ছাদে নিয়ে যান। সেখানে জলের ট্যাঙ্কির পাশে বসে তিনি ঝাড়ফুঁক করছিলেন। ঠিক তখনই শিশুটি অসাবধানতাবশত ট্যাঙ্কির মধ্যে পড়ে যায়। আতঙ্কিত হয়ে তিনি নিচে চলে আসেন এবং কিছুই ঘটেনি এমনভাবে নিজের কাজ করতে থাকেন।

পরবর্তীতে শিশুটির নিথর দেহ জলের ট্যাঙ্কি থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

advertisement

এই মর্মান্তিক ঘটনা প্রমাণ করে যে, ২১শ শতকের প্রযুক্তি ও চিকিৎসার যুগেও অনেকেই অন্ধবিশ্বাসে ডুবে থাকেন। চিকিৎসার পরিবর্তে ঝাড়ফুঁকের আশ্রয় নেওয়ার ফলে এক নিষ্পাপ শিশুর প্রাণ চলে গেল।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

এই ঘটনার পর শিশুটির বাবা পুলিশের কাছে স্ত্রী সবিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে এবং তদন্ত চলছে।

বাংলা খবর/ খবর/দেশ/
Superstition in India: ৭ মাসের অসুস্থ মেয়েকে ঠিক করতে জলের ট্যাঙ্কিতে ফেলে দিল মা! অন্ধবিশ্বাস কেড়ে নিল শিশুর প্রাণ, জানুন পুরো ঘটনাটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল