TRENDING:

SC order on Stray Dogs: ‘যাঁরা চিকেন-মাটন খাচ্ছেন...তাঁরা পশুপ্রেমী হয়েছেন,’ আদালতে সওয়াল দিল্লির! পথকুকুর কাণ্ডে রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট

Last Updated:

প্রবীণ আইনজীবী কপিল সিব্বল পাল্টা প্রশ্ন তোলেন, রাস্তার এই কুকুরদের তাহলে কোথায় রাখা হবে? তিনি লক্ষ লক্ষ বেওয়ারিশ কুকুরের সুস্থতা এবং প্রাণী সুরক্ষা আইন নিয়ে উদ্বেগ তুলে ধরে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী আদেশ স্থগিত করার দাবি জানান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: রাজধানীর রাস্তা থেকে পথকুকুরদের সরিয়ে দেওয়ার সুপ্রিম নির্দেশ পুনর্বিবেচনা করার প্রেক্ষিতে আনা অন্তর্বর্তী আর্জির শুনানি শেষ হল সুপ্রিম কোর্টে৷ সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ আপাতত স্থগিত রেখেছেন রায়দান৷ গোটা ঘটনার পিছনে স্থানীয় প্রশাসনের গাফিলতিকেই দায়ী করেছে আদালত৷ জানিয়েছে, এই গোটা সমস্যাটা হয়েছে আসলে স্থানীয় প্রশাসনের জন্য৷ মানুষ সমস্যায় পড়ছেন, পশুপ্রেমীরা কুকুরদের বাঁচাতে চাইছেন…এই সব হতোই না যদি সব নিয়ম ঠিক করে মেনে চলা হত৷
News18
News18
advertisement

সম্প্রতি দিল্লি-এনসিআরের রাস্তা থেকে পথকুকুরদের সরিয়ে দেওয়ার বিষয়ে স্বতোঃপ্রণোদিত মামলায় কড়া নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালা এবং আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ৷ পরে সেই রায়ের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় পশুপ্রেমীদের মধ্যে৷ রাজধানীতে পথকুকুরদের পাশে দাঁড়াতে পথে নেমে বিক্ষোভ দেখান অনেকে৷ রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয় সুপ্রিম কোর্টে৷ মামলা ২ বিচারপতির বেঞ্চ থেকে স্থানান্তরিত হয় ৩ বিচারপতির বেঞ্চে৷ আজ, বৃহস্পতিবার ছিল শুনানি৷

advertisement

আরও পড়ুন: রাস্তা থেকে কুকুরদের সরিয়ে দিলেই হল!….এরপর আরও বহুগুণ বেড়ে যাবে সমস্যা, বলছেন স্বয়ং পরিবেশবিদেরা

এদিন আদালতে সওয়াল করার সময় দিল্লির সরকারি কৌঁসুলি তুষার মেহতা সওয়াল করেন, বাচ্চারা মারা যাচ্ছে, শুধুমাত্র স্টেরিলাইজ করায় কোনও কাজ হচ্ছে না৷ প্রতি দিন প্রায় ১০ হাজার মানুষকে কুকুরে কামড়ায়৷ তাঁর দাবি WHO জানাচ্ছে এই সংখ্যাটা আরর বেশি৷ তিনি বলেন, ‘‘যাঁর মুরগি, মাটন খাচ্ছেন, তাঁরা পশুপ্রেমী হয়ে গেছেন৷’’ তাঁর দাবি, কুকুরদের মেরে ফেলা হচ্ছে না, তাদের সরিয়ে দেওয়া হচ্ছে৷

advertisement

প্রবীণ আইনজীবী কপিল সিব্বল পাল্টা প্রশ্ন তোলেন, রাস্তার এই কুকুরদের তাহলে কোথায় রাখা হবে? তিনি লক্ষ লক্ষ বেওয়ারিশ কুকুরের সুস্থতা এবং প্রাণী সুরক্ষা আইন নিয়ে উদ্বেগ তুলে ধরে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী আদেশ স্থগিত করার দাবি জানান।

আরও পড়ুন: ‘ভেঙে দিন…,’ SIR ইস্যুতে এবার ধরে ধরে তিন চ্যালেঞ্জ অভিষেকের! নির্বাচন কমিশনকে ট্যাগ করে লিখলেন…

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিনের আলোয় দেখা যাচ্ছে না রাস্তা, চালকদের বুক ধড়ফড়! দুর্গাপুরের রাস্তায় নতুন বিপদ
আরও দেখুন

সিব্বল প্রশ্ন তোলেন, যে কুকুরগুলিকে জীবাণুমুক্ত করার পরে যদি তাদের ফিরে আসতে না দেওয়া হয় তবে তারা কোথায় যাবে। তিনি আরও বলেন যে, কুকুর টেরিটোরিয়াল হয়, এক জায়গায় আটকে রাখলে সমস্যা বাড়বে, যার প্রভাব মানুষের উপরেও পড়বে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
SC order on Stray Dogs: ‘যাঁরা চিকেন-মাটন খাচ্ছেন...তাঁরা পশুপ্রেমী হয়েছেন,’ আদালতে সওয়াল দিল্লির! পথকুকুর কাণ্ডে রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল