সম্প্রতি দিল্লি-এনসিআরের রাস্তা থেকে পথকুকুরদের সরিয়ে দেওয়ার বিষয়ে স্বতোঃপ্রণোদিত মামলায় কড়া নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালা এবং আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ৷ পরে সেই রায়ের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় পশুপ্রেমীদের মধ্যে৷ রাজধানীতে পথকুকুরদের পাশে দাঁড়াতে পথে নেমে বিক্ষোভ দেখান অনেকে৷ রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয় সুপ্রিম কোর্টে৷ মামলা ২ বিচারপতির বেঞ্চ থেকে স্থানান্তরিত হয় ৩ বিচারপতির বেঞ্চে৷ আজ, বৃহস্পতিবার ছিল শুনানি৷
advertisement
এদিন আদালতে সওয়াল করার সময় দিল্লির সরকারি কৌঁসুলি তুষার মেহতা সওয়াল করেন, বাচ্চারা মারা যাচ্ছে, শুধুমাত্র স্টেরিলাইজ করায় কোনও কাজ হচ্ছে না৷ প্রতি দিন প্রায় ১০ হাজার মানুষকে কুকুরে কামড়ায়৷ তাঁর দাবি WHO জানাচ্ছে এই সংখ্যাটা আরর বেশি৷ তিনি বলেন, ‘‘যাঁর মুরগি, মাটন খাচ্ছেন, তাঁরা পশুপ্রেমী হয়ে গেছেন৷’’ তাঁর দাবি, কুকুরদের মেরে ফেলা হচ্ছে না, তাদের সরিয়ে দেওয়া হচ্ছে৷
প্রবীণ আইনজীবী কপিল সিব্বল পাল্টা প্রশ্ন তোলেন, রাস্তার এই কুকুরদের তাহলে কোথায় রাখা হবে? তিনি লক্ষ লক্ষ বেওয়ারিশ কুকুরের সুস্থতা এবং প্রাণী সুরক্ষা আইন নিয়ে উদ্বেগ তুলে ধরে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী আদেশ স্থগিত করার দাবি জানান।
সিব্বল প্রশ্ন তোলেন, যে কুকুরগুলিকে জীবাণুমুক্ত করার পরে যদি তাদের ফিরে আসতে না দেওয়া হয় তবে তারা কোথায় যাবে। তিনি আরও বলেন যে, কুকুর টেরিটোরিয়াল হয়, এক জায়গায় আটকে রাখলে সমস্যা বাড়বে, যার প্রভাব মানুষের উপরেও পড়বে৷