Stray Dogs: রাস্তা থেকে কুকুরদের সরিয়ে দিলেই হল!....এরপর আরও বহুগুণ বেড়ে যাবে সমস্যা, বলছেন স্বয়ং পরিবেশবিদেরা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
বিজেপি নেতা তথা পশুপ্রেমী ১৮৮০ র দশকে প্যারিসের উদাহরণ টেনে বলেন, ‘‘প্যারিস যখন শহরের রাস্তা থেকে কুকুর-বিড়ালদের সরিয়ে নিয়েছিল, তখন গোটা শহরই ইঁদুরে ভরে গিয়েছিল৷’’
পথকুকুর সংক্রান্ত গত সোমবার সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তা নিয়ে রীতিমতো দ্বিধাবিভক্ত গোটা দেশ৷ প্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে দিল্লি-এনসিআর-এর সমস্ত রাস্তার কুকুরকে আট সপ্তাহের মধ্যে তুলে নিতে হবে৷ তবে রায় কার্যকর বাস্তবভিত্তি নিয়ে তৈরি হয়েছে সমস্যা৷ পথ কুকুরদের হঠিয়ে দেওয়া আদৌ কোনও সমাধান কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন পশুপ্রেমীরা৷
advertisement
advertisement
বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট: শহরের বিস্তীর্ণ ময়লা, ফেলে দেওয়া খাবার, নোংরা ইত্যাদি খেয়ে সাফাইয়ের কাজ করে থাকে পথকুকুরা৷ ‘স্ক্যাভেঞ্জারের’ দায়িত্ব পালন করে তারা৷ শুধু তাই নয়, পথকুকুররা ইঁদুরের মতো প্রাণীদের খেয়ে বা মেরে তাদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে৷ পথকুকুরদের সরিয়ে নিলে শহরে ইঁদুরের সংখ্যা ভয়াবহভাবে বেড়ে যেতে পারে৷ ধাড়ি ইঁদুর আরও বড় সমস্যা সৃষ্টি করতে পারে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement