TRENDING:

Viral Video | King Cobra: লেজ ধরতেই একেবারে ফণা তুলে দাঁড়াল কিং কোবরা ! হাড়-হিম করা ভিডিও ভাইরাল

Last Updated:

Viral Video Of King Cobra: আচমকাই কোবরাটি লাফিয়ে একেবারে ফণা তুলে দাঁড়িয়ে পড়ে ৷ ভয়ে বনবিভাগের ওই কর্মীর হাত থেকে কাঠটি পড়ে যায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ‘কিং কোবরা’-কে বাগে আনা যে এত সহজ কাজ নয় ৷ তা এই ভিডিওটা দেখলেই স্পষ্ট ৷ ঘরের ভিতর ঢুকে পড়া একটি কোবরাকে বের করার জন্য এসেছিলেন বনবিভাগের (Indian Forest Service) এক অফিসার ৷ দরজার বাইরে থেকে কোবরার বিশাল লেজটাই শুধু দেখা যাচ্ছিল ৷ সেই লেজ ধরেই কোবরাটিকে বাইরে বের করে আনার চেষ্টা করছিলেন তিনি ৷ কিন্তু তারপরেই যা ঘটল, ভয়ে হাড়-হিম হওয়ার মতোই !
advertisement

আরও পড়ুন- টানা চতুর্থ দিন পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত, আপনার শহরে দাম কত? জেনে নিন

আচমকাই কোবরাটি লাফিয়ে একেবারে ফণা তুলে দাঁড়িয়ে পড়ে ৷ ভয়ে বনবিভাগের ওই কর্মীর হাত থেকে কাঠটি পড়ে যায় ৷ তিনি নিজেও কিছুটা দূরে সরে যান ৷ আসলে এমনটা যে হবে, কল্পনাও করতে পারেননি তিনি ৷

advertisement

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তা ভাইরাল ৷ নেটিজেনরা প্রত্যেকেই এই ভিডিও দেখে ভয় পেয়েছেন ৷ কিং কোবরা যে কতটা ভয়ঙ্কর, তা বুঝতে আর কারোরই সমস্যা হওয়ার কথা নয় ৷ কারণ, এক ছোবলেই ছবি ! নিশ্চিত মৃত্যুর হাত থেকেই বাঁচলেন ওই অফিসার ৷ কোবরাটি ঘুরে দাঁড়িয়ে বনবিভাগের কর্মীকে ছোবল মারলেই বড়সড় বিপদ ঘটতে পারত ৷ কোবরাটি যখন ফণা তুলে দাঁড়ায়, তখন সেটির উচ্চতা হবে প্রায় ৪ ফুট ৷ ভিডিওটি এখন যথেষ্ট ভাইরাল ৷ ইতিমধ্যেই আড়াই লক্ষেরও বেশি ভিউ হয়ে গিয়েছে ভিডিওটিতে ৷ প্রত্যেকেই তা দেখে চমকে উঠেছেন ৷

advertisement

আরও পড়ুন- ফাঁকা বিমানে যা কাণ্ড করলেন বিমানসেবিকা! ভিডিও তুমুল ভাইরাল

সেরা ভিডিও

আরও দেখুন
শিশুদের করুণ অবস্থা! হাজার আলোর ভিড়ে সমাজের 'অন্ধকার' দেখবেন এই মণ্ডপে
আরও দেখুন

বনবিভাগের অফিসার পরভীন কাসওয়ান ভিডিওটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷ তাতে তিনি লেখেন, কীভাবে কিং কোবরার মতো ভয়ঙ্কর সাপকে উদ্ধার করতে হয়, দেখে নিন ৷

বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video | King Cobra: লেজ ধরতেই একেবারে ফণা তুলে দাঁড়াল কিং কোবরা ! হাড়-হিম করা ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল