আরও পড়ুন: রিল বানাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! উল্টে গেল নৌকাে, জলে ডুবে মৃত ১
১৬ ডিসেম্বর সকালে উলপে হার্ট অ্যাটাকের শিকার হন। তাঁকে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা তাঁর ‘শরীর’ নিয়ে অ্যাম্বুলেন্সে বাড়ির উদ্দেশে রওনা দেন। প্রতিবেশী এবং আত্মীয়রা তাঁর মৃত্যু সংবাদ শুনে শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছিলেন।
advertisement
“আমরা যখন তাঁর ‘শরীর’ নিয়ে বাড়ি ফিরছিলাম, তখন অ্যাম্বুলেন্স একটি স্পিড ব্রেকার পার করল, এবং আমরা দেখলাম তাঁর আঙুল নড়ছে,” বলেন তাঁর স্ত্রী। এরপর তাঁকে দ্রুত অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি ১৫ দিন ভর্তি ছিলেন এবং এই সময়ে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়।
আরও পড়ুন: ইঞ্জিনিয়ারিং-এ বারবার ফেল, বকা খেতেই মা বাবাকে চরম শাস্তি দিল গুনধর ছেলে! জানুন ঘটনাটি
অ্যাম্বুলেন্সে স্পিড ব্রেকারের ধাক্কায় বেঁচে ফেরার ঘটনাটি ঘটার ১৫ দিন পরে উলপে বাড়ি ফেরেন। মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরার এই অভিজ্ঞতা তাঁকে একেবারে নতুন জীবন দিয়েছে।
ঘটনার দিন সম্পর্কে উলপে বলেন, “আমি হাঁটা শেষে বাড়ি ফিরে চা খেয়ে বসেছিলাম। হঠাৎ করে মাথা ঘুরে গেল এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি বাথরুমে গিয়ে বমি করি। এরপর কী ঘটেছে, তা আমি মনে করতে পারছি না। কে আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল, তাও জানি না।”
যে হাসপাতালটি তাঁকে মৃত ঘোষণা করেছিল, তার পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য আসেনি।