এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চিকিৎসা করা হয়। সাধারণ রোগীদের জন্য অল্প পয়সার বিনিময়ে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা মেলে এই হাসপাতালের উডবার্ন ব্লকে। কিন্তু অনেক ক্ষেত্রেই ছোটখাটো রক্ত পরীক্ষার থেকে রোগীকে নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য সাধারণ স্ট্রেচারের ব্যবহার করতেই হয়। আর তাতেই ঝড় জল রোদ বৃষ্টিতে সমস্যায় পড়তে হয় রোগীদের। পাশাপাশি অধিকাংশ সময়ে স্ট্রেচার ঠেলতে হয় রোগীর আত্মীয়দেরই। স্ট্রেচার নিয়ে এই সমস্যার সমাধান করতেই এবার নতুন পরিকল্পনা এসএসকেএম হাসপাতালের।
advertisement
আরও পড়ুন: রাম মন্দির উদ্বোধনের পরই বাংলা নিয়ে বড় প্ল্যান অমিত শাহের! ২৯ তারিখ নিয়ে বিরাট শোরগোল
স্ট্রেচারে এবার নয়া মোড়ক। উডবার্ন ব্লকের কেবিনে ভর্তি থাকা রোগীদের জন্য শুরু হল পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত স্ট্রেচার গাড়ি। আপতকালীন পরিস্থিতিতে যদি রোগীকে দ্রুত হাসপাতালের অন্য কোনও বিভাগে নিয়ে যেতে হয় সেক্ষেত্রে এই গাড়ি অনেকাংশেই রোগীর সহায়তা করবে বলে আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রের খবর, আপাতত একটি ব্যাটারি চালিত স্ট্রেচার গাড়ি চালু করা হয়েছে উডবার্ন ব্লকে ভর্তি থাকা রোগীদের জন্য। সেটি একটি বেসরকারি সংস্থার আর্থিক সহায়তায় কেনা হয়েছে। ঠিক মত ব্যবহার হলে এবং রোগীদের কাজে লাগলে পর্যায়ক্রমে উডবার্ন ব্লকই শুধু নয়। এস এস কে এম হাসপাতালের সাধারণ রোগীদের জন্যও নয়া এই স্ট্রেচার পরিষেবা চালু করা হবে বলে হাসপাতাল সূত্রের খবর।