TRENDING:

No confidence motion: অনাস্থা প্রস্তাব গ্রহণ স্পিকারের, হার অনিবার্য জেনেও কেন মোদি সরকারের শক্তি পরীক্ষায় বিরোধীরা?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: প্রত্যাশিত ভাবেই নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব আনার বিজ্ঞপ্তি দিল বিরোধী পক্ষ৷ এ দিন লোকসভার স্পিকার ওম বিড়লা সেই নোটিস গ্রহণও করেছেন৷ কংগ্রেস সাংসদ গৌরব গগৈ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব এনেছেন৷ অধ্যক্ষ ওম বিড়লা জানিয়েছেন, এই অনাস্থা প্রস্তাবের উপরে কবে ভোটাভুটি হবে তা সংসদের সদস্যদের জানিয়ে দেওয়া হবে৷
মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল বিরোধীরা৷
মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল বিরোধীরা৷
advertisement

বুধবার বেলা ১২টায় লোকসভার অধিবেশন শুরু হয়৷ অধিবেশনের শুরুতেই অধ্যক্ষ গৌরব গগৈয়ের আনা অনাস্থা প্রস্তাবের কথা জানান৷ অনাস্থা প্রস্তাবের পক্ষে কারা কারা রয়েছেন, তা জানতে সাংসদদের উঠে দাঁড়াতে বলেন অধ্যক্ষ৷ তখনই কংগ্রেসের সংসদীয় দলের প্রধান সনিয়া গাঁধি সহ ইন্ডিয়া জোটের শরিক দলগুলির সাংসদরা উঠে দাঁড়ান৷ এর পরেই অনাস্থা প্রস্তাব গ্রহণের কথা জানান অধ্যক্ষ ওম বিড়লা৷

advertisement

আরও পড়ুন: প্রশংসায় পঞ্চমুখ, কলকাতা পুলিশকে বিরাট দায়িত্ব মমতার! দিলেন বড় নির্দেশ

বিরোধীদের দাবি ছিল, মণিপুর ইস্যুতে সংসদে বিবৃতি দিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ সংসদে মণিপুর ইস্যুতে আলোচনায় রাজি হলেও প্রধানমন্ত্রীর বিবৃতির বিষয়ে কিছু জানায়নি সরকার৷ এর পরেই প্রধানমন্ত্রীকে চাপে ফেলে বিবৃতি আদায়ের জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেয় ইন্ডিয়া জোটের শরিক ২৬টি দল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

তবে অনাস্থা প্রস্তাব আনলেও আস্থা ভোটে বিরোধীদের হার একরকম অনিবার্য৷ অন্তত লোকসভায় সংখ্যার নিরিখে নিশ্চিন্তে রয়েছে বিজেপি৷ তবে বিরোধীদের দাবি, ভোটাভুটিতে হার হলেও অনাস্থা প্রস্তাব আনলে মণিপুর ইস্যুতে সরকারকে কোণঠাসা করে সাধারণ মানুষের সমর্থন আদায় করে নেওয়া যাবে৷ পাশাপাশি প্রধানমন্ত্রীকে সংসদে বিবৃতি দিতে বাধ্য করাও বিরোধীদের লক্ষ্য৷

বাংলা খবর/ খবর/দেশ/
No confidence motion: অনাস্থা প্রস্তাব গ্রহণ স্পিকারের, হার অনিবার্য জেনেও কেন মোদি সরকারের শক্তি পরীক্ষায় বিরোধীরা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল