TRENDING:

Sonu Sood: রাজনীতির ময়দানে পা দিলেন সোনু সুদের বোন, ভোটে কি দাঁড়াচ্ছেন অভিনেতাও?

Last Updated:

Sonu Sood: প্রশ্ন উঠেছে, কোন দলে নাম লেখাতে চলেছেন মালবিকা সুদ? ভাই-বোনের কেউই অবশ্য সেকথা খোলসা করেননি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পঞ্জাব সোনু সুদকে একদিনের জন্য ‘গৃহবন্দি’
পঞ্জাব সোনু সুদকে একদিনের জন্য ‘গৃহবন্দি’
advertisement

চণ্ডীগড় থেকে ১৭০ কিলোমিটার দূরে অবস্থিত মোগায় জন্ম সোনুর ৷ সেখান থেকেই রবিবার বোনের রাজনীতিতে পদার্পণের ঘোষণা করেন সোনু (Sonu Sood) ৷ বোনকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করে বলেন, ‘‘মালবিকা লড়াইয়ের জন্য প্রস্তুত ৷ মানুষের সেবা করার ওর অদম্য ইচ্ছে ৷’’

আরও পড়ুন: দেশের অর্থনীতিকে বদলে দেবে গোবর-গোমূত্র! ফের গরু নিয়ে আসরে MP-র মুখ্যমন্ত্রী

advertisement

প্রসঙ্গত, পঞ্জাব কংগ্রেস এবং দিল্লির আম আদমি পার্টি (আপ), দুই দলের সঙ্গই সোনুর (Sonu Sood) হৃদ্যতা রয়েছে ৷ সেখানে কংগ্রেস সরকারের মাদক বিরোধী অভিযানের প্রচারের মুখ তিনি৷ সম্প্রতি পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির সঙ্গে দেখাও করেন সোনু সুদ৷ আবার দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল সরকারের স্কুল শিক্ষা দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও তিনি ৷ তাই কংগ্রেস বা আপের হাত ধরেই সোনু রাজনীতিতে আসতে পারেন বলে জল্পনা ছিল এর আগে।

advertisement

তবে বোন মালবিকা কোন দলের হাত ধরবেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা জিইয়ে রেখেছেন সোনু (Sonu Sood)৷ এ নিয়ে প্রশ্ন করলে বলেন, ‘‘রাজনীতিতে যোগ দেওয়া সত্যিই জীবনের বড় সিদ্ধান্ত ৷ সাধারণ আলাপচারিতা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে আদর্শ ৷ ও কোন দলের সঙ্গে এগোবে, সঠিক সময় এলেই জানতে পারবেন ৷’’

প্রশ্ন উঠেছে, বোনের পর কি তাহলে তিনিও রাজনীতিতে আসবেন, সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেননি সোনু ৷ তাঁর বক্তব্য, ‘‘আগে মালবিকার পাশে থাকাটা জরুরি ৷ মোগার সঙ্গে ওর শিকড় জড়িয়ে রয়েছে৷ আমার কী পরিকল্পনা রয়েছে, তা পরে জানাব৷’’ অভিনেতা থেকে সমাজকর্মী, দীর্ঘ পথ পেরিয়ে এসেছেন সোনু৷ করোনার সময় মায়ানগরীর অন্য তারকারা যখন ত্রাণ তহবিলে টাকা ঢেলেই দায় সেরেছেন, নিজে দাঁড়িয়ে থেকে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা করে দিতে দেখা গিয়েছে সোনুকে৷ অসহায় মানুষের চিকিৎসা, অক্সিজেন জোগাড় করে দেওয়া থেকে কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিতে দেখা গিয়েছে তাঁকে ৷

advertisement

আরও পড়ুন: গড়চিরোলির পর গয়ায় হামলা, ৪ গ্রামবাসীকে খুন করে গাছে ঝোলালো মাওবাদীরা!

তাতে এক দিকে সাধারণ মানুষের কাছে যেমন ‘মসীহা’ হয়ে ওঠেন তিনি, তেমনই কৃষক আন্দোলনেও সমর্থন জানান । তার জেরেই সোনু কেন্দ্রের বিজেপি সরকারের বিরাগভাজন হন বলে অভিযোগ আপ এবং কংগ্রেসের ৷ তাদের দাবি, সেই কারণেই তাঁর বাড়িতে আয়কর দফতর হানা দেয় ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

আয়কর দফতরের অভিযোগ, ২০ কোটির বেশি কর ফাঁকি দিয়েছেন সোনু সুদ। স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে চাঁদা তুললেও, সেই টাকা সমাজসেবার কাজে লাগানো হয়নি। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সোনু। তাঁর বিরুদ্ধে আয়কর দফতর গরমিলের কোনও প্রমাণই দেখাতে পারবে না বলে দাবি করেছেন তিনি। এ ব্যাপারে সমাজের বিভিন্ন মহলের সমর্থনও পেয়েছেন অভিনেতা ও সমাজসেবক সোনু। আগামী দিনে তাঁকেও রাজনীতির আঙিনায় দেখা যায় কিনা সেইদিকেই এখন তাকিয়ে আছে তাঁর অনুরাগীরা।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Sonu Sood: রাজনীতির ময়দানে পা দিলেন সোনু সুদের বোন, ভোটে কি দাঁড়াচ্ছেন অভিনেতাও?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল