Bihar Gaya Naxal Attack: গড়চিরোলির পর গয়ায় হামলা, ৪ গ্রামবাসীকে খুন করে গাছে ঝোলালো মাওবাদীরা!

Last Updated:

পুলিশের প্রাথমিক অনুমান, সেই ঘটনার প্রত্যাঘাত হিসেবেই রবিবারের ঘটনা ঘটিয়েছে মাওবাদীরা (Bihar Gaya Naxal Attack)।

গড়চিরোলির পর গয়ায় হামলা, ৪ গ্রামবাসীকে খুন করে গাছে ঝোলালো মাওবাদীরা!
গড়চিরোলির পর গয়ায় হামলা, ৪ গ্রামবাসীকে খুন করে গাছে ঝোলালো মাওবাদীরা!
#গয়া: বিহারের (Bihar) গয়ায় ফের মাওবাদী হামলা (Bihar Gaya Naxal Attack)। পুলিশের চর সন্দেহে চার গ্রামবাসীকে তুলে নিয়ে গিয়ে খুন করে গাছে ঝুলিয়ে দেয় মাওবাদীরা (Bihar Gaya Naxal Attack)। এর পাশাপাশি, গয়ার চক্রবান্ধা থানা এলাকার মানুয়ার গ্রামে ডিনামাইট দিয়ে দুটি বাড়ি উড়িয়ে দেয় মাওবাদীরা। মাসকয়েক আগে এই এলাকাতেই পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয় চার মাওবাদীর। পুলিশের প্রাথমিক অনুমান, সেই ঘটনার প্রত্যাঘাত হিসেবেই রবিবারের ঘটনা ঘটিয়েছে মাওবাদীরা (Bihar Gaya Naxal Attack)।
জানা গিয়েছে, চার গ্রামবাসী পুলিশের চর হিসেবে কাজ করছিল, এমন খবর ছিল মাওবাদীদের কাছে। কারণ, মাঝে মাঝেই ওই গ্রামে এসে খাবার নিত মাওবাদীরা। সেই খবর পুলিশের কাছে ওই চারজন পৌঁছে দিচ্ছিল বলে সন্দেহ ছিল মাওবাদীদের। সেই চারজনকেই গলায় দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। খুন করে তাঁদের গাছে ঝুলিয়ে দেওয়া হয়। এরই সঙ্গে চক্রবান্ধা থানা এলাকার মানুয়ার দুই বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। সেখানেও একই সন্দেহে হামলা চালায় তারা।
advertisement
advertisement
আরও পড়ুন: জাতীয় সড়কের উপর সাংবাদিকের পোড়া দেহ! ভয়ংকর কাণ্ডে দেশজুড়ে নিন্দার ঝড়
কয়েক মাস আগে, এনকাউন্টারে গয়ায় চার মাওবাদীর মৃত্যু হয়েছিল। মাওবাদীদের কাছে খবর ছিল, গ্রামের কয়েকজনই পুলিশকে তাদের গতিবিধির খবর পৌঁছে দিয়েছে। অন্যদিকে, গতকালই মহারাষ্ট্রের গড়চিরোলিতে পুলিশ ও মাওবাদীদের গুলির লড়াই হয়। পুলিশের দাবি, অন্তত ২৬ জন মাওবাদীর মৃত্যু হয়েছে সেখানে। আহত হয়েছেন পুলিশেরও একাধিক কর্মী। পুলিশের দাবি, মারদিনতলার কোরচি এলাকায় শনিবার সকাল থেকে মাওবাদীদের সঙ্গে লড়াই শুরু হয় মহারাষ্ট্র পুলিশের বিশেষ 'সি-৬০ কমান্ডো'-এর। গোপন সূত্রে খবর পেয়ে সকাল থেকেই অভিযান শুরু করে বাহিনী। দীর্ঘক্ষণ দু'পক্ষে গুলির লড়াই চলে।
advertisement
জানা গিয়েছে, শনিবার পুলিশের গুলিতে মৃত মাওবাদীদের মধ্যে ছিল অন্যতম মিলিন্দ বাবুরাও তেলতুম্বে ওরফে দীপক তেলতুম্বদে। তেলতুম্বে সিপিআই (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বিদ্রোহীদের নবগঠিত এমএমসি জোন (মহারাষ্ট্র-মধ্যপ্রদেশ-ছত্তিশগড়) অঞ্চলের প্রধান। গড়চিরোলির পুলিশ সুপার অঙ্কিত গোয়াল রবিবার বলেছেন, 'প্রাথমিক শনাক্তকরণ অনুসারে, শনিবারের এনকাউন্টারে নিহত ২৬ মাওবাদীদের মধ্যে তেলতুম্বে ছিল। অন্যান্য নিহত বিদ্রোহীদের শনাক্ত করার কাজ চলছে।'
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Gaya Naxal Attack: গড়চিরোলির পর গয়ায় হামলা, ৪ গ্রামবাসীকে খুন করে গাছে ঝোলালো মাওবাদীরা!
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
  • বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি !

  • বৃষ্টি হবেই

  • পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে?

VIEW MORE
advertisement
advertisement