Police Maoists Encounter in Maharashtra: পুলিশের অভিযানে সাফল্য, মহারাষ্ট্রের গড়চিরোলিতে শীর্ষ নেতা সহ নিহত ২৬ মাওবাদী

Last Updated:

মুম্বাই থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে পূর্ব মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় এ দিন সকালে মাওবাদীদের সঙ্গে মহারাষ্ট্র পুলিশের প্রশিক্ষিত কম্যান্ডো বাহিনীর গুলির লড়াই শুরু হয় (Police Maoists Encounter in Maharashtra)৷

নিহত মাওবাদী নেতা মিলিন্দ তেলতুম্বডে৷
নিহত মাওবাদী নেতা মিলিন্দ তেলতুম্বডে৷
#মুম্বাই: মাওবাদী দমন অভিযানে বড় সাফল্য পেল মহারাষ্ট্র পুলিশ৷ মহারাষ্ট্রের গড়চিরোলিতে পুলিশের সঙ্গে গুলির লড়াইতে অন্তত ২৬ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে খবর৷
মুম্বাই থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে পূর্ব মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় এ দিন সকালে মাওবাদীদের সঙ্গে মহারাষ্ট্র পুলিশের প্রশিক্ষিত কম্যান্ডো বাহিনীর গুলির লড়াই শুরু হয়৷ গড়চিরোলির পুলিশ সুপার অঙ্কিত গয়াল জানিয়েছেন, এখনও পর্যন্ত মোট ২৬ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে৷
advertisement
advertisement
সূত্রের খবর, নিহতদের মধ্যে রয়েছেন মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা মিলিন্দ তেলতুম্বডে৷ ভিমা কোরেগাঁও হিংসা মামলায় অন্যতম অভিযুক্ত মিলিন্দ সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন৷ এনআইএ এবং পুণে পুলিশও দীর্ঘদিন ধরে তাঁকে খুঁজছিল৷
জানা গিয়েছে, এ দিন সকালে মরদিনতোলার জঙ্গলের কোরছি এলাকায় মাওবাদীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে মহারাষ্ট্র পুুলিশের সি-৬০ কম্যান্ডো বাহিনী৷ অভিযানের নেতৃত্বে ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য মুন্ডে৷
advertisement
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এনকাউন্টার শেষ হওয়ার পর বেশ কয়েকজন মাওবাদী আত্মসমর্পণ করেন৷ তাঁরাই মিলিন্দ তেলতুম্বডে সহ নিহত মাওবাদীদের শনাক্ত করেছেন৷
মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে চার পুলিশকর্মীও গুরুতর আহত হয়েছেন৷ তাঁদেরকে চিকিৎসার জন্য হেলিকপ্টার করে নাগপুরে উড়িয়ে আনা হয়৷ ছত্তীসগড় সীমান্ত লাগোয়া গড়চিরোলির ওই অংশ বরাবরই মাওবাদীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Police Maoists Encounter in Maharashtra: পুলিশের অভিযানে সাফল্য, মহারাষ্ট্রের গড়চিরোলিতে শীর্ষ নেতা সহ নিহত ২৬ মাওবাদী
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement