TRENDING:

Sonia Gandhi at Congress Working Committee meeting: তিনিই পূর্ণ সময়ের সভাপতি, ওয়ার্কিং কমিটির বৈঠকে বিক্ষুব্ধদের বার্তা সনিয়ার

Last Updated:

রাহুল গান্ধি সভাপতি পদে ইস্তফা দেওয়ার পরই অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সনিয়া গান্ধি (Sonia Gandhi at Congress Working Committee meeting)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: যতই তিনি অন্তর্বর্তী সভাপতি হোন না কেন, তাঁর হাতেই যে কংগ্রেসের রাশ রযেছে, দলের গুরুত্বপূর্ণ ওয়ার্কিং কমিটির বৈঠকে (Congres Working Committee Meeting) তা বুঝিয়ে দিলেন সনিয়া গান্ধি (Sonia Gandhi)৷ সূত্রের খবর, সনিয়া স্পষ্ট করে দিয়েছেন, সভাপতি হিসেবে তিনিই পূর্ণ সময়ের জন্য দায়িত্ব পালন করছেন৷ সূত্রের আরও খবর, ২০২২ সালের সেপ্টেম্বর মাসেই কংগ্রেসের সভাপতি পদে নির্বাচন হবে বলেও ওয়ার্কিং কমিটির বৈঠকে জানানো হয়েছে৷
সনিয়া গান্ধি৷
সনিয়া গান্ধি৷
advertisement

রাহুল গান্ধি (Rahul Gandhi) সভাপতি পদে ইস্তফা দেওয়ার পরই অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সনিয়া গান্ধি (Sonia Gandhi)৷ দলের শীর্ষ পদে পূর্ণ সময়ের জন্য কাউকে বসানোর দাবিতে দীর্ঘদিন ধরেই সরব হয়েছেন কংগ্রেস নেতাদের একাংশ৷ এ দিন অবশ্য সনিয়া ওয়ার্কিং কমিটির প্রারম্ভিক ভাষণে বলেন, 'এখন যে ভাবে পূর্ণ সময়ের জন্য কংগ্রেস সভাপতির দায়িত্ব সামলাচ্ছি, আপনারা চাইলে আমি সেভাবেই কাজ চালিয়ে যেতে প্রস্তুত৷' সনিয়া আরও বলেন, তিনি খোলাখুলি আলোচনা পছন্দ করেন৷ সংবাদমাধ্যমকে ব্যবহার করে তাঁর সঙ্গে কথা বলার প্রয়োজন নেই৷

advertisement

আরও পড়ুন: অমিত শাহের সফরের আগেই গোয়ায় 'খেলে' ফেলল তৃণমূল! তুলল মারাত্মক অভিযোগও

এই মুহূর্তে গোটা দেশেই যথেষ্ট কোণঠাসা অবস্থায় রয়েছে কংগ্রেস৷ দলের বিক্ষুব্ধ নেতাদের অভিযোগ, নেতৃত্বে বদল না ঘটালে এই অবস্থার পরিবর্তন সম্ভব নয়৷ দলকে ঘুরে দাঁড় করানোর উপায় নিয়ে বলতে গিয়ে সনিয়া বলেন, 'সংগঠনের প্রত্যেকেই চায় যে কংগ্রেস ঘুরে দাঁড়াক৷ কিন্তু তার জন্য সবার আগে একতা এবং দলের স্বার্থ সবার আগে দেখা প্রয়োদন৷ সবথেকে বেশি প্রয়োজন শৃঙ্খলা এবং সংযম৷'

advertisement

বিক্ষুব্ধ নেতাদের বার্তা দিয়ে সনিয়া বলেন, 'আমি বরাবরই খোলাখুলি আলোচনা পছন্দ করি৷ সংবাদমাধ্যমকে ব্যবহার করে আমার সঙ্গে কথা বলার তো প্রয়োজন নেই৷ সবাই মিলে আসুন আমরা খোলাখুলি এবং সৎ ভাবে মত বিনিময় করি৷ এই ঘরের চার দেওয়ালের বাইরে যা জানানো হবে, সেটা কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত হবে৷'

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ওয়ার্কিং কমিটির বৈঠকেই কৃষক বিরোধী মনোভাবের জন্য বিজেপি-র তীব্র সমালোচনা করেন সনিয়া গান্ধি৷ একই সঙ্গে সামনে যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন রয়েছে, তা নিয়েও নিজের ভাবনার কথা জানিয়েছেন সনিয়া৷ তিনি বলেন, 'বরাবরই প্রস্তুতির দিক থেকে আমরা কিছুটা পিছিয়ে থেকেছি৷ আমাদের যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, সে বিষয়ে কোনও সংশয় নেই৷ কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ, শৃঙ্খলাপরায়ণ থেকে দলের স্বার্থের কথা ভেবে কাজ করি, তাহলে আমরা ভাল ফল করবই৷'

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Sonia Gandhi at Congress Working Committee meeting: তিনিই পূর্ণ সময়ের সভাপতি, ওয়ার্কিং কমিটির বৈঠকে বিক্ষুব্ধদের বার্তা সনিয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল