#কলকাতা: হঠাৎই গোয়ায় শক্তি বাড়িয়ে নিয়েছে এ রাজ্যের শাসক দল তৃণমূল (Tmc in Goa)। ইতিমধ্যেই গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিও সদলবলে কলকাতায় এসে যোগ দিয়েছেন তৃণমূলে। ফালেরিও বলে দিয়েছেন, তাঁর পাখির চোখ বিজেপিকে ক্ষমতাচ্যুত করা। আর সেই কাজে তাঁর ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ও। এরই মধ্যে দলের তরফেও স্পষ্ট করে দেওয়া হয়েছে, আগামী বছর গোয়ার বিধানসভা নির্বাচনে পূর্ণ শক্তি নিয়ে লড়াই করবে তৃণমূল। এই পরিস্থিতিতে গোয়ার এক নির্দল বিধায়কও তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।
I am proud to see young leaders stand so firmly in this fight against the oppressive BJP-regime. Thank you for your support @prasadgaonkr13 ji & I welcome Sandesh Gaonkar ji to @AITCofficial. They speak for India’s youth who WILL NOT stay muted in this battle against fascism.
— Mamata Banerjee (@MamataOfficial) October 13, 2021
এরপরই প্রসাদ গাওনকারকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রে 'টু ম্যান শো' শেষ করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য প্রসাদ গাওনকারকে ধন্যবাদ জানিয়ে অভিষেক লিখেছেন, 'একজন কৃষক সন্তান যখন দেশের অগ্নিকন্যা, যিনি কেন্দ্রের 'টু ম্যান শো' শেষ করতে চলেছেন, তাঁকে সমর্থন করেন, তা অত্যন্ত আনন্দের।'
আরও পড়ুন: কংগ্রেস-বাম নয়, বিজেপি বিরোধিতায় প্রধান দল তৃণমূলই, সাংগঠনিক বৈঠকে বিস্ফোরক অভিষেক
BJP can take down our posters, hoardings and banners but you can’t dampen our spirits! Such tactics only show that BJP is rattled by @AITC4Goa’s ability to be the credible alternative that the people of Goa have been waiting for!#GoenchiNaviSakal pic.twitter.com/GhaHyuMIWz
— Luizinho Faleiro (@luizinhofaleiro) October 13, 2021
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: AITMC, TMC in Goa