একপ্রস্ত জিজ্ঞাবাদের পর মধ্যাহ্নভোজের বিরতি নিয়ে ইডির সদর দফতর থেকে বেলা আড়াইটে নাগাদ বেরিয়ে যান সনিয়া। তবে মধ্যাহ্নভোজের বিরতির পর দুপুর সাড়ে ৩ টে নাগাদ জিজ্ঞাসাবাদের জন্য ফের সোনিয়া গান্ধিকে ইডি দফতরে তলব করা হয়।
আরও পড়ুন : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পরেন বিশেষ সিল্ক শাড়ি, গোটা ইতিহাস লুকিয়ে আছে এরই মধ্যে
advertisement
প্রসঙ্গত, একাধিকবার দিন পরিবর্তনের পর গত ২১ জুলাই দিল্লিতে ইডি দফতরে প্রথমবার হাজিরা দেন সনিয়া। সোনিয়া গান্ধিকে সেদিন আড়াই ঘণ্টা ধরে জেরা করেন ইডি আধিকারিকরা। ইডি ২ জন চিকিৎসককে দফতরে রেখেছিল সেদিন। এছাড়াও অসুস্থ সনিয়ার সঙ্গে থাকা প্রিয়াঙ্কা গান্ধিকেও ইডি দফতরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। মঙ্গলবারও ইডি দফতর অবধি সনিয়ার সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধিও। সঙ্গে ছিলেন প্রিয়ঙ্কা গান্ধি বঢরাও।
আরও পড়ুন : প্রয়াত বীরভূমের 'এক টাকার ডাক্তার' পদ্মশ্রী সুশোভন বন্দ্যোপাধ্যায়
এদিকে ইডির তরফে সনিয়ার জিজ্ঞাসাবাদের ঘটনার প্রতিবাদে দিল্লিতে ও দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছে কংগ্রেস। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে কংগ্রেসের সত্যাগ্রহ কর্মসূচি। অসম-গুয়াহাটির পরিস্থিতি উত্তপ্ত হয়েছে ক্রমশ৷ উত্তপ্ত হয়েছে দিল্লির রাজপথ৷।
উল্লেখ্য, এর আগে রাহুল গান্ধি এবং সোনিয়াকে একইসঙ্গে তলব করেছিল ইডি। কিন্তু সোনিয়া করোনায় আাক্রান্ত হওয়ায় তখন হাজিরা দিতে পারেননি। যদিও রাহুল গান্ধিকে একাধিকবার হাজিরা দিতে হয়। পাঁচদিনে মোট ৫০ ঘণ্টারও বেশি সময় জেরার মুখোমুখি হতে হয়েছিল রাহুলকে। সেই সময়ও প্রতিবাদে পথে নেমেছিলেন কংগ্রেস নেতারা।