TRENDING:

Father son viral post: ব্যবধান ২৫ বছরের, দিল্লির অভিজাত হোটেলের দারোয়ানকে সেখানেই খাওয়াতে আনলেন ছেলে!

Last Updated:

দিল্লির বাসিন্দা আরইয়ান মিশ্র নামে এক যুবক সম্প্রতি বাবা-মায়ের সঙ্গে নিজের ছবি দিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: পঁচিশ বছর আগে দিল্লির এই বিলাসবহুল হোটেলেই দারোয়ানের কাজ করতেন বাবা৷ সেখানেই তাঁকে আবার ফিরিয়ে আনল ছেলে৷ তবে এবার আর দারোয়ান হিসেবে নয়৷ অভিজাত ওই হোটেলের অতিথি হিসেবেই ছেলের সঙ্গে সেখানে হাজির হলেন বৃদ্ধ৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও৷
নিজের বাবা (বাঁদিকে) এবং মায়ের সঙ্গে আরইয়ান মিশ্র৷ ছবি- এক্স হ্যান্ডেল থেকে
নিজের বাবা (বাঁদিকে) এবং মায়ের সঙ্গে আরইয়ান মিশ্র৷ ছবি- এক্স হ্যান্ডেল থেকে
advertisement

দিল্লির বাসিন্দা আরইয়ান মিশ্র নামে এক যুবক সম্প্রতি বাবা-মায়ের সঙ্গে নিজের ছবি দিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন৷ সেই পোস্টেই তিনি জানান, যে অভিজাত হোটেলে বসে তাঁরা খাওয়া দাওয়া করছেন, ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত সেখানেই দারোয়ানের কাজ করতেন তাঁর বাবা৷ আরইয়ানের ইচ্ছে ছিল, একদিন সেখানেই নিজের বাবাকে খাওয়াতে নিয়ে যাবেন তিনি৷

advertisement

আরও পড়ুন: এগিয়ে এল মহিলাদের দল, পাটায়ার রাস্তায় ভারতীয় ব্যবসায়ীর সঙ্গে যা হল, থাইল্যান্ড যেতেই ভয় লাগবে!

আরইয়ান লেখেন, ‘আমার বাবা নয়াদিল্লির আইটিসি হোটেলে ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত দারোয়ানের কাজ করতেন৷ আজকে সেখানেই তাঁকে নৈশভোজ করানোর সুযোগ হল আমার৷’

সমাজমাধ্যমে আরইয়ান মিশ্রের করা এই পোস্ট দেখার পর স্বভাবতই আপ্লুত বহু মানুষ৷ বাবা-মাকে এই দিনটি উপহার দেওয়ার জন্য ওই যুবকের প্রশংসা করেছেন প্রত্যেকেই৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আরইয়ান জানিয়েছেন, তিনি একজন শিক্ষাণবীশ জ্যোতির্বিজ্ঞানী৷ ভবিষ্যতে ওই যুবকের আরও সাফল্য প্রার্থনা করেছেন অনেকেই৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Father son viral post: ব্যবধান ২৫ বছরের, দিল্লির অভিজাত হোটেলের দারোয়ানকে সেখানেই খাওয়াতে আনলেন ছেলে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল