Pattaya news: এগিয়ে এল মহিলাদের দল, পাটায়ার রাস্তায় ভারতীয় ব্যবসায়ীর সঙ্গে যা হল, থাইল্যান্ড যেতেই ভয় লাগবে!

Last Updated:

মহিলাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে দ্রুত এগিয়ে যান ওই পর্যটক এবং তাঁর বন্ধুরা৷ পিছন ফিরে তাঁরা দেখেন, মহিলাদের ওই দলটি তাঁদের আচরণে ক্ষুব্ধ হয়ে রাগে গজগজ করতে করতে চলে যাচ্ছে৷

প্রতীকী ছবি, রয়টার্স৷
প্রতীকী ছবি, রয়টার্স৷
পাটায়া: প্রতি বছর থাইল্যান্ডে বেড়াতে যান হাজার হাজার ভারতীয় পর্যটক৷ কিন্তু ব্যাঙ্কক বা পাটায়ার মতো থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলি কতটা নিরাপদ, তা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল৷ পেশায় হোটেল ব্যবসায়ী এক ভারতীয় যুবকের অভিযোগ, পাটায়ার রাস্তায় তাঁর তিন লক্ষ টাকা দামের সোনার হার ছিনতাই করে নিয়েছে তিন জন রূপান্তরকামী মহিলা৷
ওই পর্যটক ঘটনার যে বিবরণ দিয়েছেন, তা রীতিমতো ভয় ধরিয়ে দেওয়ার মতোই৷ পাটায়া মেল-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, পাটায়ার লমুদ্র সৈকত সংলগ্ন রাস্তা দিয়ে নিজের বন্ধুদের সঙ্গে হেঁটে যাচ্ছিলেন প্রবীণ মানিক তাভাড়া নামে ওই ভারতীয় ব্যবসায়ী৷ সেই সময় তাঁদের দিকে এগিয়ে আসেন কয়েকজন মহিলা, আদতে যাঁরা যৌনকর্মী৷ ওই পর্যটকের দাবি, আকৃষ্ট করার জন্য তাঁদের জড়িয়ে ধরে চুমুও খেতে শুরু করেন ওই মহিলারা৷
advertisement
advertisement
যদিও মহিলাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে দ্রুত এগিয়ে যান ওই পর্যটক এবং তাঁর বন্ধুরা৷ পিছন ফিরে তাঁরা দেখেন, মহিলাদের ওই দলটি তাঁদের আচরণে ক্ষুব্ধ হয়ে রাগে গজগজ করতে করতে চলে যাচ্ছে৷ এর পরই ওই পর্যটক আবিষ্কার করেন, তাঁর কাছে থাকা প্রায় তিন লক্ষ টাকা মূল্যের চল্লিশ গ্রাম ওজনের একটি সোনার নেকলেস উধাও হয়ে গিয়েছে৷
advertisement
ওই মহিলাদের দলটিই যে সোনার নেকলেস চুরি করেছে, সে বিষয়ে নিশ্চিত হন ওই ব্যবসায়ী৷ তিনি এবং তাঁর বন্ধুরা সঙ্গে সঙ্গে ওই মহিলাদের উদ্দেশ্যে এলাকায় খোঁজও করেন৷ কিন্তু তাঁদের সন্ধান আর মেলেনি৷ শেষ পর্যন্ত পাটায়া থানায় অভিযোগ জানান তাঁরা৷ পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখছে৷ দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pattaya news: এগিয়ে এল মহিলাদের দল, পাটায়ার রাস্তায় ভারতীয় ব্যবসায়ীর সঙ্গে যা হল, থাইল্যান্ড যেতেই ভয় লাগবে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement