জানা গিয়েছে, প্রায় ৯৪ লক্ষ ভোটারের নাম থাকবে তালিকায়। বিভিন্ন জায়গায় যে লজিক্যাল ডিসক্রিপ্যান্সি (LD) তালিকা প্রকাশ বলা হচ্ছে তা সুপ্রিম কোর্টের আদেশ মেনে কমিশন স্বীকৃত নয়।
প্রয়োজনে ওই তালিকা নিয়ে সংশ্লিষ্ট ডিইও-দের সঙ্গে কথা বলবে কমিশন। শনিবার রাতেই বুথ, বিধানসভা ভিত্তিক এলডি তালিকা সম্পূর্ণ হবে বলেই জানা গিয়েছে৷
advertisement
প্রসঙ্গত, এসআইআর মামলায় শুনানিতে ডাক পড়া ব্যক্তিদের তথ্যগত অসঙ্গতি (লজিক্যাল ডিসক্রিপ্যান্সি)-র তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ২৪ জানুয়ারির মধ্যে সেই এলডি তালিকা রাজ্য নির্বাচন কমিশনকে প্রকাশ করার নির্দেশ দেয় কমিশন৷ এসআইআর নিয়ে একাধিক দাবিতে কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কমিশন।
১৯ জানুয়ারি, অর্থাৎ সোমবার দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ তাদের নির্দেশে জানিয়েছিল, নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে। এবার কবে সেই তালিকা প্রকাশ করতে হবে, তার দিনক্ষণও জানিয়ে দেওয়া হয়৷
শীর্ষ আদালতের নির্দেশ পেয়ে দ্রুত সেই নির্দেশ ডিজি এবং রাজ্যের মুখ্যসচিবকে পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ শনিবারের মধ্যে রাজ্যের গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে লজিক্যাল ডিসক্রিপ্যান্সি বা তথ্যগত অসঙ্গতিপূর্ণ ভোটারের তালিকা টাঙিয়ে দিতে হবে নির্বাচন কমিশনকে।
